সিউড়ি: অন্য কাউকে ভোট দেবেন না। বাইরে যে ছেলেরা দাঁড়িয়ে থাকবে শলাকা নিয়ে, মানে ধূপকাঠি! যা করার ওরাই করে দেবে, ভোট পড়বে জোড়া ফুলে। বৃহস্পতিবার নানুরের প্রকাশ্যে জনসভায় এভাবেই ভোটের দিন কর্মীদের শলাকা নিয়ে উপস্থিতির কথা আগাম জাহির করলেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের জনসভায় এখানেই থেমে থাকেননি ডাক সাইটে এই নেতা।
বোলপুরের সিপিএম প্রার্থী তথা ওই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমকে তাড়া করার হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, দিল্লি যাওয়ার লোভ সামলাতে পারছেন না। ফের প্লেনে বিনা পয়সায় চড়বেন। আপনাকে হারিয়ে ছাড়ব। গোহারা করে হারাব, তাড়া করব, জায়গা দেব না। জল চাইলে, জল দেব, ভোট দেব না। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বোলপুরের সভা থেকেও সিপিএম প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রতবাবু। সেখানেই প্রথম শলাকার বিষয়টি সামনে আনেন। এদিন দু’টি জনসভায় উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ।