বিশাখাপত্তনম : কেন্দ্রে ক্ষমতায় এলে সুশাসন দেওয়া হবে। বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমোর মায়াবতী। এদিন মায়াবতী বলেন, প্রশাসন চালানোর ক্ষেত্রে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। কেন্দ্রে ক্ষমতায় এলে জনগণের কল্যাণের সেই অভিজ্ঞতা প্রয়োগ করা হবে। সবদিক থেকে সেরা প্রশাসনিক পরিষেবা দেওয়া হবে।
মায়াবতী আরও বলেন যে এই সকল অভিজ্ঞতা তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন অর্জন করেছিলেন। অন্ধ্রপ্রদেশে সিপিআই, সিপিআই(এম), জনসেনা দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে মায়াবতীর বসপা। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছে বসপা। অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনে তিনটি আসনে প্রার্থী দিয়েছে বসপা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভায় ২১টি আসনে লড়বে বসপা। জনসেনা দলের প্রধান পবন কল্যাণকে পাশে বসিয়ে মায়াবতী বলেন জাতীয় স্তরে পরিবর্তন হওয়ার প্রয়োজন। জনকল্যাণ এবং দেশের সুরক্ষা জন্য কেন্দ্রের পরিবর্তন হওয়াটা দরকার। বিজেপির নিন্দা করে মায়াবতী বলেন, বিজেপি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিগত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি।