ভোট দিয়ে কী হবে? ওটা আমরাই দিয়ে দেব! ভোটারদের হুমকি আরাবুলের

যাদবপুর: ফের উত্তপ্ত ভাঙড়৷ সৌজন্যে সেই আরাবুল ইসলাম৷ ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা আরাবুল অনুগামীদের বিরুদ্ধে৷ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে শেষ দফার ভোটেও দফায় দফায় উত্তেজনা ভাঙড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ স্থানীয়দের অভিযোগ, এদিন সকালে ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের পথ আটকায় আরাবুল অনুগামীরা৷ দেওয়া হয় হুমকি৷

cdf17b315d2fd4fe37682236d630affe

ভোট দিয়ে কী হবে? ওটা আমরাই দিয়ে দেব! ভোটারদের হুমকি আরাবুলের

যাদবপুর: ফের উত্তপ্ত ভাঙড়৷ সৌজন্যে সেই আরাবুল ইসলাম৷ ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা আরাবুল অনুগামীদের বিরুদ্ধে৷ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে শেষ দফার ভোটেও দফায় দফায় উত্তেজনা ভাঙড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷

স্থানীয়দের অভিযোগ, এদিন সকালে ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের পথ আটকায় আরাবুল অনুগামীরা৷ দেওয়া হয় হুমকি৷ ভোট না দিয়ে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয়৷ ভোটারদের সাফ জানিয়ে দেওয়া হয়, ‘‘ভোট দিয়ে কী হবে? ওটা আমরাই দিয়ে দেব৷’’ ভাঙড়ের গাজিপুরে ৯২ ও ৯৩ নম্বর বুথের ঘটনা৷

ভোটারদের অভিযোগ, গতকাল রাত থেকেই গ্রামে ঢুকে আরাবুল অনুগামীদের বিরুদ্ধে শাসানোর অভিযোগ তুলেছে  জমিরক্ষা কমিটির সদস্যরা৷ যদিও পরে পুলিশি হস্তক্ষেপে বুথমুখী হন ভোটাররা৷  জমিরক্ষা কমিটির অভিযোগ খারিজ আরাবুলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *