দুর্গাপুর: লোকসভায় ৪২টির মধ্যে জয় এসেছে ১৮টি আসনে। পাঁচ বছর আগে যা ছিল মাত্র ২টি৷ বাংলায় বিজেপির সাফল্য এখন গোটা দেশের কাছে উদাহরণ৷ লোকসভার লক্ষ্য পূরণের পর এবার ২০২১-এর বাংলা দখলের স্বপ্ন বিজেপির৷ কিন্তু, বেশ কয়েকটি পুরসভার রং বদলের উদ্যোগ থাকলেও পরে জোড়াফুল শিবিরের কাছেই ফিরে গিয়েছে৷ ঘটা করে দিল্লিতে গিয়েও সব বিফলে যায়। তাই সাফল্যের পাশাপাশি গত দু’আড়াই মাসে কাঁটাও বিঁধেছে পদ্ম শিবিরে৷ এই পরিস্থিতি রুখতে বাংলায় বিজেপির নানা কর্মসূচির রূপরেখা কী হবে? যা পর্যালোচনাতেই শনিবার থেকে গেরুয়া শিবিরের দু’দিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে শিল্প শহর দুর্গাপুরে৷
হাতে আর মাত্র ২০ থেকে ২১ মাস। ঘর গুছনোর সেরা সময়। এই পরিস্থিতিতে রাজ্য নেতাদের আন্দোলনের রোড ম্যাপ থেকে সংগঠন বিস্তারের খুঁটিনাটি বাতলাতেই চিন্তন বৈঠকের আয়োজন। শনিবার থেকে শুরু হতে চলা বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা শিব প্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষরা থাকবেন।এবার কড়া হাতে বাংলার সংগঠন ধরতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। পরিকল্পিতভাবে ঘর গুছোনোই লক্ষ্য গেরুয়া শিবিরের।