হাওড়া: গণনা শেষ না হওয়া পর্যন্ত টেবিলের সামনে থেকে কোনও কাউন্টিং এজেন্ট যাতে না সরে এবং গণনা কেন্দ্রে কারও দেওয়া জল ও খাবার যেন তাঁরা না নেন, সেই নিয়ে সতর্ক করে দিল হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার বিকালে হাওড়ায় কদমতলায় জেলা তৃণমূলের অফিসে প্রায় ৬০০ জন দলীয় কর্মীকে নিয়ে বৈঠক করা হয়।
তাঁরা আগামী বৃহস্পতিবার গণনা কেন্দ্রে এজেন্ট হিসেবে বসবেন। এদিন জেলা নেতৃত্ব এক প্রকার তাঁদের ক্লাস নেন। গণনা কেন্দ্রে কী করতে হবে এবং কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, তা রীতিমতো বুঝিয়ে দেওয়া হয় দলীয় কর্মীদের। এর আগেও বেশ কিছু নির্বাচনে তাঁরা এজেন্ট হিসেবে কাজ করেছেন। কিন্তু, এবারের কাউন্টিং যে বিশেষ গুরুত্ব পাচ্ছে, তা দলীয় নেতৃত্ব তাঁদের বুঝিয়ে দেন।
এদিন তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয়, কাউন্টিং হলের মধ্যে বিজেপি গোলমাল পাকানোর চেষ্টা করতে পারে। তাই সেই দিকে নজর রাখতে হবে। এমনকী, গোলমাল পাকিয়ে গণনায় ভুল করিয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে। তাই গণনা কেন্দ্রের মধ্যে কোনওভাবেই এজেন্টরা যাতে টেবিল থেকে না সরেন, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
জেলা তৃণমূলের সভাপতি (সদর) অরূপ রায় বলেন, আমাদের কর্মীরা আগে অনেকবার কাউন্টিং এজেন্ট হয়েছেন। কিন্তু, এবার গুরুত্ব বিশেষ রকম। এবার বিজেপি না না রকম চক্রান্ত করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাতে টেবিল থেকে না সরেন। এমনকী, ভিতরে যদি কেউ জল বা খাবার দেন, তা যেন আমাদের কর্মীরা না নেন।