কী চমক থাকবে ইস্তেহারে? বৈঠক কংগ্রেসে

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ইস্তেহার চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। পি চিদম্বরমের নেতৃত্বে একটি কমিটি ইস্তেহারের খসড়া চূড়ান্ত করেছে। ন্যূনতম নিশ্চিত আয় প্রকল্পই প্রাধান্য পাবে ইস্তেহারে। জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ছাড়াও বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধি, মনমোহন সিং, আহমেদ প্যাটেল, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গের মতো শীর্ষ নেতারা।

8b780459a7580a58c9e95ac282ae9709

কী চমক থাকবে ইস্তেহারে? বৈঠক কংগ্রেসে

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ইস্তেহার চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। পি চিদম্বরমের নেতৃত্বে একটি কমিটি ইস্তেহারের খসড়া চূড়ান্ত করেছে। ন্যূনতম নিশ্চিত আয় প্রকল্পই প্রাধান্য পাবে ইস্তেহারে।

জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ছাড়াও বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধি, মনমোহন সিং, আহমেদ প্যাটেল, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গের মতো শীর্ষ নেতারা। থাকার কথা কংগ্রসের তরুণ ব্রিগেডেরও। ইস্তাহার তৈরির আগে সমাজের নানা অংশের সঙ্গে কথা বলেছে কংগ্রেস। অনলাইন পোর্টালেও চাওয়া হয়েছে জনগণের প্রস্তাব। এরইসঙ্গে দিল্লিতে আপের সঙ্গে জোট নিয়েও শীলা দীক্ষিত, পি সি চাকোদের সঙ্গে আলোচনা করবেন রাহুল। দিল্লিতে আপের সঙ্গে জোট বাঁধা ঠিক হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত দিল্লি কংগ্রেস। তাছাড়া, রাহুল কেরলের ওয়ানাড থেকে ভোটে লড়বেন কিনা তাও চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *