VVPAT কী? কীভাবে যাচাই করবেন নিজের ভোট?

নয়াদিল্লি: দিনের আলো ফুটলেই শুরু হয়ে যাবে বিশ্বে বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ বাংলার দুই কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রথম দফার ভোট৷ এবার প্রতিটি বুথেই থাকবে ভিভিপ্যাট পরিষেবা৷ থাকবে, ভোটপ্রার্থীদের ছবি৷ কিন্তু, জানেন কি? ভিভিপ্যাট কী? কীভাবে কাজ করে এই পদ্ধতি? কীভাবে যাচাই করবেন নিজের ভোট? ভিভিপ্যাট পদ্ধতিটি কী? কমিশন সূত্রে খবর, ইভিএম যন্ত্রের পাশেই থাকবে ভিভিপ্যাট৷

VVPAT কী? কীভাবে যাচাই করবেন নিজের ভোট?

নয়াদিল্লি: দিনের আলো ফুটলেই শুরু হয়ে যাবে বিশ্বে বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ বাংলার দুই কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রথম দফার ভোট৷ এবার প্রতিটি বুথেই থাকবে ভিভিপ্যাট পরিষেবা৷ থাকবে, ভোটপ্রার্থীদের ছবি৷ কিন্তু, জানেন কি? ভিভিপ্যাট কী? কীভাবে কাজ করে এই পদ্ধতি? কীভাবে যাচাই করবেন নিজের ভোট?

ভিভিপ্যাট পদ্ধতিটি কী? কমিশন সূত্রে খবর, ইভিএম যন্ত্রের পাশেই থাকবে ভিভিপ্যাট৷ ব্যালট ইউনিটে নির্দিষ্ট জায়গায় বোতামে চাপ দেওয়ার পরে লাল আলো জ্বলে উঠবে৷ একটি ‘বিপ’ শব্দও হবে। এর পরেই সংশ্লিষ্ট ভোটদাতা যাঁকে ভোট দিয়েছেন, সেই প্রার্থীর নাম, ক্রমিক সংখ্যা ও প্রতীক ভিভিপ্যাটের ব্যালট স্লিপে ছাপানো অক্ষরে দেখা যাবে৷ সর্বাধিক তা সাত সেকেন্ড দেখা যাবে৷ তার পরে সেই তথ্য-সম্বলিত স্লিপ মুদ্রণ-যন্ত্রের ড্রপবক্সে পড়ে যাবে৷ যদি ভিভিপ্যাট ঠিক ভাবে কাজ না করে অথবা ইভিএমের লাল আলো না জ্বলে, কিংবা আওয়াজ না হয়, তা হলে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানানো যাবে৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ভিভি প্যাট প্রথম ব্যবহার করা হয় গোয়ার শেষ বিধানসভা নির্বাচনে। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলির তরফ থেকে নানা অভিযোগ পাওয়ার পরে নির্বাচন কমিশন ইভিএমের সঙ্গে এই ভিভি প্যাট নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =