নয়াদিল্লি: রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে রিপোর্ট দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। সরকারিভাবে এই সাক্ষাতকে ভোট পরবর্তী ‘সৌজন্য’ আখ্যা দিলেও রাজ্যের পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রায় আধঘণ্টা ধরে উভয়ের বৈঠক হয়েছে। আগামীকাল রাজ্যপাল নিজের বাড়ি এলাহাবাদ যাবেন। ফের দিল্লি আসবেন নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে। অন্যদিকে, আগামী জুলাই মাসে কেশরীনাথ ত্রিপাঠির রাজ্যপালের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। তাই পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল কে হবেন, তা নিয়েও শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
ভোটের সময় আইনশৃঙ্খলা থেকে প্রায় সবই নির্বাচন কমিশনের অধীনে চলে গেলেও রাজ্যে হিংসা তথা সার্বিক পরিস্থিতির দিকে সদা নজর থাকে রাজভবনের। রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় থেকেই সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে বিরোধীদের অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দল রাজ্যপালের দ্বারস্থও হয়েছে। এবার লোকসভা ভোটেও প্রায় একইভাবে তৃণমূল এবং বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বেড়েছে। এবং সাম্প্রতিককালে অমিত শাহর রোড শোয়ের সময়েই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ব্যাপক গোলমালের পারদ চড়েছে। ভোট মিটে গেলেও জেলায় জেলায় সংঘর্ষ জারি রয়েছে বলেই অভিযোগ।