আজ মন্ত্রী-বিধায়কদের বৈঠকে কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মমতা?

কলকাতা: দুই দফায় লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা বৈঠকের পর এবার দলীয় বিধায়কদের সঙ্গে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সোমবার বিকেলে নবান্নের সভাঘরে তৃণমূল বিধায়কদের কাজের হিসেব নেবেন দননেত্রী মমতা৷ আজ বৈঠক ঠিক ঠিক কী কী বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? তৃণমূল সূত্রে খবর, আজ নবান্নে বিধায়কদের ডেকে ঘুরে দাঁড়ানোর দেবেন মমতা৷ কীভাবে এগোতে হবে, তার

আজ মন্ত্রী-বিধায়কদের বৈঠকে কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মমতা?

কলকাতা: দুই দফায় লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা বৈঠকের পর এবার দলীয় বিধায়কদের সঙ্গে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সোমবার বিকেলে নবান্নের সভাঘরে তৃণমূল বিধায়কদের কাজের হিসেব নেবেন দননেত্রী মমতা৷ আজ বৈঠক ঠিক ঠিক কী কী বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী?

তৃণমূল সূত্রে খবর, আজ নবান্নে বিধায়কদের ডেকে ঘুরে দাঁড়ানোর দেবেন মমতা৷ কীভাবে এগোতে হবে, তার প্রয়োজনীয় রণকৈশলও চূড়ান্ত করে দিতে পারেন তিনি৷ কেননা, আর মাত্র দু’বছর পর রাজ্য বিধানসভা নির্বাচন৷ তার আগে দল গোছানো ও বিধানসভা ভিত্তিক উন্নয়নের খোঁজখবর নিতে পারেন মমতা৷ আজ, বৈঠকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে৷

এবারের লোকসভা ভোটে শুধু আসন সংখ্যা কমার পাশাপাশি বিধানসভা ভিত্তিক ফলাফলও খুবই খারাপ হয়েছে তৃণমূলের৷ ফলাফল বলছে, এবার ১২১ কেন্দ্রে পিছিয়ে তৃণমূল৷ পিছিয়ে পড়া বিধায়কদের মধ্যে রয়েছে একাধিক মন্ত্রীও৷ ফলে, এই ফলাফল মোটেও স্বস্তিদায়ক নয় তৃণমূলের কাছে৷ ফলে,আজ সব দিক খতিয়ে দেখে কড়া বার্তাও দিতে পারেন মমতা৷ একই সঙ্গে দলের ভাঙন রুখতেও দিকে পারেন ভোকাল টনিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *