রেশন কার্ডের আবেদন বাতিলে হলে ভবিষ্যৎ কী? জারি নির্দেশ

কলকাতা: দু’টাকা কেজি দরে চাল চেয়ে ৪৩ লক্ষ রাজ্যবাসীর আবেদন জমা পড়েছে খাদ্য দপ্তরে৷ কিন্তু সেই সমস্ত আবেদন কি আদৌ গ্রাহ্য হবে? প্রশ্ন উঠছে৷ কেননা, গত ২৫ অক্টোবর খাদ্য দপ্তরের প্রধান সচিবের জারি করা নির্দেশিকা (৪২২৬এফএস) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ের শিবির থেকে স্বাভাবিক নিয়মে যে ফরম বাতিল হয়ে যাবে, তাঁকে আলাদা ভাবে রাখতে

3 stocks recomended

কলকাতা: দু’টাকা কেজি দরে চাল চেয়ে ৪৩ লক্ষ রাজ্যবাসীর আবেদন জমা পড়েছে খাদ্য দপ্তরে৷ কিন্তু সেই সমস্ত আবেদন কি আদৌ গ্রাহ্য হবে? প্রশ্ন উঠছে৷

কেননা, গত ২৫ অক্টোবর খাদ্য দপ্তরের প্রধান সচিবের জারি করা নির্দেশিকা (৪২২৬এফএস) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ের শিবির থেকে স্বাভাবিক নিয়মে যে ফরম বাতিল হয়ে যাবে, তাঁকে আলাদা ভাবে রাখতে হবে৷ ওই বাতিল হয়ে যাওয়া আবেদনকারীদের আর কোনভাবেই আবেদন করতে পারবেন না৷ বাতিল হয়ে যাওয়া আবেদনকারীদের ভবিষ্যৎ কী? নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, ভর্তুকিহীন রেশন কার্ড তাঁদের দেওয়া হবে৷

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দু’টাকা কেজির চালের জন্য আবেদন করেও ফের একবার বঞ্চিত হবেন না তো রাজ্যবাসী? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ আবেদনের যে বহর দেখা গিয়েছে, সেই আবেদনগুলি যথাযথভাবে খতিয়ে দেখার দাবি তুলেছেন বিরোধীদের একাংশ৷ বিরোধীদের অভিযোগ, গুচ্ছ গুচ্ছ আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে৷ বাড়িতে টিভি, ইন্টারনেট, মোবাইল থাকলে সেই আবেদন বাতিল হয়ে যাচ্ছে৷ কিন্তু বর্তমান সময়ে মোবাইল, ইন্টারনেটের ব্যবহার বাড়ছে৷ আর সেই কারণে যোগ্যদের বঞ্চিত করা হলে তার প্রভাব ২০২১-এ পড়বে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

অন্যদিকে, ভর্তুকিবিহীন রেশন কার্ডের দেওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়ার কাজ শুরু হচ্ছে৷ আগামী ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন পত্র নেওয়ার কাজ শুরু হবে৷ নভেম্বর মাসের শিবিরে নতুন করে ১০ নম্বর ফরম পূরণের উপর জোর দিতে চলেছে খাদ্য দপ্তর৷

১০ নম্বর ফরম কী? খাদ্য সচিবের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা ভর্তুকি রেশন কার্ড পাওয়ার জন্য উপযুক্ত নয়, তাদের জন্য ১০ নম্বর ফরম থাকবে৷ এমনকী এই ফর্ম পূরণ করে ভর্তুকি ছেড়ে দেওয়ার ঘোষণা করতে পারেন গ্রাহকরা৷ যারা ১০ নম্বর ফরম পূরণ করবে, তাঁদের জন্য বিকল্প একটি পরিচয় পত্র হিসাবে রেশন কার্ড বিলি করবে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =