বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাবে কী বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী?

কলকাতা: বর্ধমান স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক৷ বর্ধমান স্টেশনের নাম বদলে বটুকেশ্বর দত্তের নামে রাখার প্রস্তাব রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ সোমবার এই বিষয়ে মুখ মুখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিলেন, কেন্দ্রের এই প্রস্তাবটি তাঁর জানা ছিল না৷ রাজ্য সরকারও জানে না৷ রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে৷ প্রাক্তন রেলমন্ত্রী

7e0fe6c378b34770cad913963e693708

বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাবে কী বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী?

কলকাতা: বর্ধমান স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক৷ বর্ধমান স্টেশনের নাম বদলে বটুকেশ্বর দত্তের নামে রাখার প্রস্তাব রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ সোমবার এই বিষয়ে মুখ মুখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানিয়ে দিলেন, কেন্দ্রের এই প্রস্তাবটি তাঁর জানা ছিল না৷ রাজ্য সরকারও জানে না৷ রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে৷ প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টেশনের নাম বদল করার কাজ বাস্তবায়িত করার আগে সেই রাজ্যের সরকারের ছাড়পত্র পেতে হয়৷ আমিও দু’বারের রেলমন্ত্রী ছিলাম৷ কোনও স্টেশনের নাম বদল করতে, সেই রাজ্যের ছাড়পত্র পাওয়া দরকার৷ এটাই নিয়ম৷ নিয়মানুযায়ী, কেন্দ্রীয় সরকার নামের প্রস্তাব রাখবে এবং রাজ্য সরকার তাতে ছাড়পত্র দেবে৷

ফলে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই স্পষ্ট, তিনি চান না রাজ্যকে না জানিয়ে বাংলার কোনও রেল স্টেশনের নাম পরিবর্তন হোক৷ যদিও, এই নাম পরিবর্তন প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে বিল পাশ করানো পশ্চিমবঙ্গের নাম বাংলার করার প্রস্তাব এখনও অনুমোদন দেয়নি কেন্দ্র৷ তা খারিজও করে দেওয়া হয়েছে চলতি মাসেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *