মুম্বই ও লখনউ: আদবানির মন্তব্যের উদ্দেশ্য কী? তাঁর মন্তব্য কার উদ্দেশ্যে? প্রবীণ বিজেপি নেতার ব্লগ পোস্ট নিয়ে এবার প্রশ্ন তুলে দিল শিবসেনাও। লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির শরিক দলের এই অবস্থান নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।
দু’দিন আগে আদবানি ব্লগ পোস্টে যে মন্তব্যগুলি করেছেন, তা নিয়ে শোরগোল চলছে রাজনৈতিক মহলে। আদবানির বক্তব্য ছিল, রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের বিজেপি কখনও ‘দেশ বিরোধী’ বা ‘শত্রু’ বলে বিবেচনা করেনি। প্রতিপক্ষ হিসেবে দেখেছে মাত্র। বিরোধীরা দাবি করছে, মোদি-অমিত শাহদের কাজকর্মে বিরক্ত হয়েই ওই মন্তব্য করেছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। শনিবার শরিক দল শিবসেনাও প্রশ্ন তুলে দিল, আদবানির মন্তব্য কার উদ্দেশ্যে?
শনিবার দলীয় মুখপত্র ‘সামানা’র সম্পাদকীয়তে শিবসেনা এই প্রশ্ন তুলেছে। উদ্ধব থ্যাকারের দলের বক্তব্য, লালকৃষ্ণ আদবানি শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন। এবার লিখিতভাবে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি ব্লগে লিখলেন, কিন্তু তা করলেন পাঁচ বছর পর। আদবানি লিখেছেন, প্রতিপক্ষকে ‘দেশ বিরোধী’ বলে বিবেচনা করা বিজেপির ঐতিহ্য নয়। আদবানির মতো একজন প্রবীণ বিজেপি নেতা একথা বলায় তা তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির প্রতিষ্ঠা দিবসের মুহূর্তে নিজের ‘মত কি বাত’ জোরালোভাবে প্রকাশ করেছেন তিনি। কিন্তু বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের এই মন্তব্যের উদ্দেশ্য কী?