মোদির কপ্টারে থাকা কালো বাক্সে কী আছে? জনালেন মমতা

মুর্শিদাবাদ: নজর রাখুন৷ টাকা বিলোচ্ছে বিজেপি৷ কালো-সাদা-লাল কত রঙের বাক্স ঘুরছে! মোদির সভার আগে কপ্টার থেকে বেরনো কালো বাক্স নিয়ে খোঁচা মমতার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে বহন করা হচ্ছিল সন্দেহজনক কালো ট্রাঙ্ক। রবিবার এমনটাই অভিযোগ তোলে কংগ্রেস। গত সপ্তাহে কর্নাটকের চিত্রদূর্গে প্রচারের গিয়েছিলেন মোদি৷ প্রধানমন্ত্রী নামার আগে সেই কপ্টার থেকে নামে একটি কালো ট্রাঙ্ক৷ নির্বাচন

মোদির কপ্টারে থাকা কালো বাক্সে কী আছে? জনালেন মমতা

মুর্শিদাবাদ: নজর রাখুন৷ টাকা বিলোচ্ছে বিজেপি৷ কালো-সাদা-লাল কত রঙের বাক্স ঘুরছে! মোদির সভার আগে কপ্টার থেকে বেরনো কালো বাক্স নিয়ে খোঁচা মমতার৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে বহন করা হচ্ছিল সন্দেহজনক কালো ট্রাঙ্ক। রবিবার এমনটাই অভিযোগ তোলে কংগ্রেস। গত সপ্তাহে কর্নাটকের চিত্রদূর্গে প্রচারের গিয়েছিলেন মোদি৷ প্রধানমন্ত্রী নামার আগে সেই কপ্টার থেকে নামে একটি কালো ট্রাঙ্ক৷ নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেছে কংগ্রেস৷ যদিও সূত্রের খবর অনুযায়ী, ট্রাঙ্কে ছিল এসপিজির নিরাপত্তা সংক্রান্ত জিনিসপত্র৷ যা একটি সাদা গাড়িতে তোলা হয়৷ কংগ্রেসের তরফে অভিযোগ তোলার পর সোমবার সেই কালো বাক্সের বিতর্ক খুঁচিয়ে তোলেন মমতা৷

অধীর গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নজর রাখবেন৷ ওরা টাকার বান্ডিল ঢুকিয়েছে৷ যেখানে দেখবেন, টাকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলে দেবে৷ রিটার্নিং অফিসারদের খবর দেবেন৷ তারপর মোবাইলেও ছবি তুলে রাখবেন৷ দেখতে পাচ্ছি, কত বাক্স আসছে৷ কোনওটা কালো, কোনওটা সাদা, কোনওটা লাল৷ কত রঙের বাক্স ঘুরছে! হাতে নাতে ধরতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =