কী হচ্ছে বাংলায়? কমিশনে নালিশ ইয়েচুরির

নয়াদিল্লি: বাংলায় তৃণমূল খুব মারধর করছে। কার্যত এই মর্মেই সোমবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বাংলার পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে ত্রিপুরা নিয়েও। গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ইয়েচুরি দাবি জানিয়েছেন, অবিলম্বে ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের ৪৬৪টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা

কী হচ্ছে বাংলায়? কমিশনে নালিশ ইয়েচুরির

নয়াদিল্লি: বাংলায় তৃণমূল খুব মারধর করছে। কার্যত এই মর্মেই সোমবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বাংলার পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে ত্রিপুরা নিয়েও।

গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ইয়েচুরি দাবি জানিয়েছেন, অবিলম্বে ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের ৪৬৪টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করতে হবে। কারণ সংশ্লিষ্ট রাজ্যের শাসক দল বিজেপি ওই কেন্দ্রে সুষ্ঠু ও অবাধ ভোট করতেই দেয়নি।

ত্রিপুরার ওই কেন্দ্রের প্রার্থী তথা দলের সংসদ সদস্য শঙ্করপ্রসাদ দত্তকে পাশে নিয়ে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি আমাদের দলীয় প্রার্থী এবং নেতা-কর্মী, সমর্থকদের উপর আক্রমণ করছে। অধিকাংশ বুথে সিপিএমের এজেন্টকে বসতেই দেওয়া হয়নি। আমরা অবিলম্বে ত্রিপুরা পশ্চিমের ৪৬৪টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। এবং আগামী ১৮ এপ্রিল ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা দেখার আর্জি জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − three =