আমেদাবাদ: আত্মরক্ষার্থে পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই হামলায় পাকিস্তানের কোনও নাগরিক কিংবা সে দেশের কোনও সেনা জওয়ানের মৃত্যু হয়নি। এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর বক্তব্য, ভারতের টার্গেট ছিল ওই এলাকায় রমরমিয়ে চলা জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষণ কেন্দ্র এবং সেখানকার জঙ্গিরা। তাদের উপরই হামলা চালিয়েছে বায়ুসেনা।
ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ। হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। এর বদলা নিতেই পাকিস্তানে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ বালাকোটে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছিল জঙ্গিদের ঘাঁটি৷ সুষমা বলেন, ‘‘আমরা আন্তর্জাতিক মহলকে আগেই জানিয়েছি, সামরিক বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যাতে একজনও সাধারণ পাক নাগরিকের ক্ষতি না হয়। পাকিস্তানি সামরিক বাহিনীকেও নিশানা করা হয়নি৷’’ মোদির মন্ত্রীর কথায়, গোটা বিশ্ব এই ভারতের পাশে দাঁড়িয়েছে।