কী বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? ফের বিস্ফোরক রাজ্যপাল!

টুইট ঘিরে চর্চা৷

কী বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? ফের বিস্ফোরক রাজ্যপাল!

কলকাতা: মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে এবার টুইট করে সংঘাত জারি রাখলেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে উপাচার্য ও অধ্যক্ষদেক সঙ্গে বৈঠক পরিপ্রেক্ষিতে বিস্ফোরক রাজ্যপাল৷ টুইট করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন রাজ্যপাল৷

সংবামাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিহিত অর্থ বোঝার চেষ্টা করছি৷ রাজ্যপাল হিসেবে আমারা সব পক্ষ সংবিধান মেনেল চলব৷ আচার্য পদে থেকেও বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে চলব৷

কী বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? ফের বিস্ফোরক রাজ্যপাল!

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজ্যের তরফে বিজয়া সম্মেলনী ডাকা হয়৷ সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে কী ডেকে বলল, অত চিন্তা করার দরকার নেই৷ মনে রাখবেন, আমাদের সরকার নির্বাচিত সরকার৷ আমাদের সংবিধান অধিকার রয়েছে৷ ফলে আপনারা নিশ্চিন্তে কাজ করুন৷ কোন অসুবিধা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন৷’’

রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের অচার্যকে এড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যপালের টুইট ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *