বিজেপিতে যোগ দিয়ে কী বললেন তৃণমূলের কানন?

নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে তিনি বিজেপির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে নিলেন। দুপুরেই কলকাতার প্রাক্তন মেয়র দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সরদ দপ্তরে পৌঁছান৷ তারপর দিল্লির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা নিয়ে বিশেষ আলোচনা করেন। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপি ভালো

a971e2974fc2c9658527f9af3410ae01

বিজেপিতে যোগ দিয়ে কী বললেন তৃণমূলের কানন?

নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে তিনি বিজেপির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে নিলেন। দুপুরেই কলকাতার প্রাক্তন মেয়র দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সরদ দপ্তরে পৌঁছান৷

তারপর দিল্লির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা নিয়ে বিশেষ আলোচনা করেন। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপি ভালো ফল করতে পারেনি৷ এই জেলার তৃণমূলের দীর্ঘদিন জেলা সভাপতিও শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন ছিলেন৷ সেই কারণে দক্ষিণের জেলা ও কলকাতায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিশেষ আলোচনা করেন শোভন চট্টোপাধ্যায়৷ বৈঠক শেষ করে বিকেল পাঁচটা নাগাদ তিনি বিজেপিতে যোগদান করেন৷ সঙ্গে বিজেপিতে এদিন যোগদান করেন তাঁর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷

বিজেপিতে যোগদান করার পরেই নাম না করে সরাসরি তিনি তাঁর প্রাক্তন দলের একাধিক প্রথম সারির নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন৷ তিনি বলেন, তৃণমূলে অামি অনেক কিছুই সিদ্ধান্ত নিতে পারতাম না। দলে আমার কোন মতামত ছিল না। অনেক কষ্ট করে এই দলটাকে একদিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছিলাম। পরে দেখছি সেই দলের বেশকিছু নেতা আমার ব্যাক্তিগত জীবন সহ আমার কাজেও নাক গলাচ্ছেন। যা আমি মানতে পারছিলাম না। তখন থেকেই দল ছারবার সিদ্ধান্ত নিই। অবশেষে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে আমি বিজেপিতে যোগদান করলাম। অতীত ভুলে ফের বিজেপিকে প্রতিষ্ঠিত করতে আমি ফের রাজনীতির আঙিনায় ময়দানে নামবো বলে জানান শোভন চট্টোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *