ভোটে অশান্তি রুখতে কী করল হোয়াটসঅ্যাপ?

আজ বিকেল: ভোট আসতেই ভুয়ো খবরের প্রবণতা বেড়েছে সেই সঙ্গে চলছে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা। এই কাজে যাতে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা না যায় তা রুখতেই নেওয়া হল বিশেষ ব্যবস্থা। চাইলেই আর কোনও গজিয়ে ওঠা নতুন গ্রুপ ইউজারকে অ্যাড করতে পারবে না। তারজন্য অনুমতি নিতে হবে। বলাবাহুল্য, এখন ভোট এলেই বিভিন্ন ভাবে ইউজারকে হ্যরাস করতে উঠে পড়ে

ভোটে অশান্তি রুখতে কী করল হোয়াটসঅ্যাপ?

আজ বিকেল: ভোট আসতেই ভুয়ো খবরের প্রবণতা বেড়েছে সেই সঙ্গে চলছে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা। এই কাজে যাতে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা না যায় তা রুখতেই নেওয়া হল বিশেষ ব্যবস্থা। চাইলেই আর কোনও গজিয়ে ওঠা নতুন গ্রুপ ইউজারকে অ্যাড করতে পারবে না। তারজন্য অনুমতি নিতে হবে।

বলাবাহুল্য, এখন ভোট এলেই  বিভিন্ন ভাবে ইউজারকে হ্যরাস করতে উঠে পড়ে লাগে বেশকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ। না বলে কয়ে ইউজারকে সদস্য করে নেওয়া। তারপর ভুয়ো খবর, গুজব, অশান্তি ছড়াতে বিদ্বেষমূলক তথ্য প্রচার কোনও কিছুই বাদ যায় না। গোটা বিষয়টি নিয়ে বার বার বিপদে পড়তে হয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে তাই ভোটের আগেই এবার তড়িঘড়ি বিপর্যয় আটকাতে কাজ শুরু করেছে সংস্থা।

প্রোটো নামের এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথমেই ইউজারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। তারপর ঠিক করা হয়েছে অনুমতি না  নিয়ে কেউই ইউজারকে কোনও গ্রুপে ঢুকিয়ে দিতে পারবে না। সেটিংসে এসেছে রদবদল, সেখানে দেখা যাচ্ছে নো বড়ি, এভরিভডি, মাই কন্ট্যাক্টস। এই তিনটি অপশন থাকবে। ইউজার নিজেই ঠিক করবেন কার থেকে গ্রুপ জয়েনের আমন্ত্রণ পেতে চান। প্রথনটি পছন্দ করলে কেউ বিরক্ত করবে না, দ্বিতীয়টি পছন্দ করলে যে কেউ গ্রুপে ঢুকিয়ে দেবে। তৃৃতীয়টি পছন্দ করে শুধু কন্ট্যাক্টসে থাকা অন্য ইউজাররাই তাঁর নাগাল পাবেন। ভোট সংক্রান্ত অশান্তি এড়াতেই এই কড়া পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nine =