কলকাকা: দলে নিলেও শোভন চট্টোপাধ্যায়কে ক্লিনচিট দিলেন না দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপি সভাপতির সাফ মন্তব্য, ‘‘কলকাতার প্রাক্তন মেয়র নারদা ও সারদাকাণ্ডে যুক্ত৷ আমরাই অভিযোগ করেছি৷ তবে আমরা এখন তাঁকে দোষিও বলতে পারি না৷ আদালতে সারদা ও নারদার মামলা চলছে৷ আদালতে দোষ প্রমাণিত হলে তখন আমরা শোভনকে দোষি বলতে পারি৷ তাই তাঁকে আমরা বিজেপিতে নিলাম৷’’
বলেন, ‘‘শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করার আগে আমার সঙ্গে কথা বলেছে৷ দলে আসার জন্য আবেদনও করেছে৷’’ দলের সব নিয়ম মেনেই শোভন ও বৈশাখী বিজেপিতে যোগদান করেছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
কলকাতার প্রাক্তন মেয়রের রাজনীতিতে অনেককিছু দেওয়ার আছে বলেও মনে করেন দিলীপ ঘোষ৷ তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা নিতে পারেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি৷ তবে দিলীপ ঘোষ আরও বলেন, আদালত শাস্তি দিলে তখন শোভন চট্টোপাধ্যায় দলে রাখার প্রশ্নে সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি৷