বিজেপিতে যোগ দিয়ে কী বললেন ‘তৃণমূলে’র অর্জুন সিং?

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ আজ, দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করার পর বিজেপির সদর দফতরে দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল বিধায়ক৷ কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লিতে দাঁড়িয়ে দলবদল করেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক৷ এদিন বিজেপি যোগ দিয়ে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘আজ তৃণমূলের

বিজেপিতে যোগ দিয়ে কী বললেন ‘তৃণমূলে’র অর্জুন সিং?

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ আজ, দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করার পর বিজেপির সদর দফতরে দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল বিধায়ক৷ কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লিতে দাঁড়িয়ে দলবদল করেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক৷ এদিন বিজেপি যোগ দিয়ে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷  বলেন, ‘‘আজ তৃণমূলের অন্দরে শুরুই ‘M’৷ মানি মানি আর মানি৷ এই দলের সঙ্গে কাজ করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম৷’’

বৃহস্পতিবার সকালে দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে যাওয়ার আগে বুধবার গভীর রাত পর্যন্ত কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতেও বৈঠক করেন অর্জুন সিং৷ সেখানেই দলবদলের কথা হয়৷ সূত্রের খবর, অর্জুনের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বারাকপুর শিল্পাঞ্চলের প্রায় ৫০ জন কাউন্সিলর৷

লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে না পেয়ে দলের অন্দরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্জুন৷ পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে ডেকে অর্জুনকে মন্ত্রী করারও প্রস্তাব দেওয়া হয় বলে খবর৷ কিন্তু, তার পরও নিজের অবস্থান থেকে সরে আসতে পারেননি অর্জুন সিং৷ লোকসভায় দলের টিকিট না পেয়ে বিজেপি নেতাদের প্রস্তাবে পা বাড়ান ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন৷ পর্যবেক্ষক মহলের ধারনা, বিজেপিতে যোগ দিয়ে বারাকপুরে দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =