কী আবস্থা বাংলায়? মোদির বৈঠকে দিলীপ তুললেন ‘মমতার হিংসা’!

কী আবস্থা বাংলায়? মোদির বৈঠকে দিলীপ তুললেন ‘মমতার হিংসা’!

নয়াদিল্লি: বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ডেকে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের ফাঁকে বেশ কিছুক্ষণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিলীপ ঘোষের কাছ থেকে জানতে চান, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী? পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মসূচি করতে বিজেপির কোনও সমস্যা হচ্ছে কি না৷

প্রধানমন্ত্রীর এই প্রশ্নে নিজেদের উদ্বেগের কথা জানান দিলীপ ঘোষ৷ জানিয়ে দেন, তাঁদের কর্মী সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে৷ মিটিং-মিছিল করা যাচ্ছে না৷ মিথ্যে মামলায় দেওয়া হচ্ছে৷ মামলা করা হচ্ছে৷ গ্রেফতার করা হচ্ছে৷ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ৷

গত তিনদিন ধরে সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন বসেছে৷ অধিবেশনের ফাঁকে কোনও না কোনও বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদি৷ এর আগেও বেশ কয়েকজন নেতা-মন্ত্রী কে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি৷ গতকালও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন সাংসদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি৷

আজ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন নমো৷ আগামী কাল বেশ কয়েকজন সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদির৷ সেখানে মূলত মোদির জানতে চান, পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি কী? সংগঠন করতে কোনও সমস্যা হচ্ছে কি না৷ বৈঠকের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন, বাংলার প্রত্যেক সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা আলাদা করে বসছেন৷ বাংলা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করছেন৷ তিনি দলের কাজ নিয়েও জানতে চেয়েছেন৷কীভাবে সংগঠন চলছে, তাও জানতে চাইছেন তিনি৷ আমরা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে হিংসার রাজনীতি করছেন, পুরসভা ভোটের আগে কর্মীদের ওপর আক্রমণ বাড়ছে৷ পুলিশ কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে৷ প্রায় ১৫০০ জনের মতো গ্রেপ্তার৷ পুলিশ আর গুন্ডা মিলিতভাবে আমাদের উপর আক্রমণ করছে৷ বাড়ি ভাঙচুর, অফিস, গ্রাম জ্বালিয়ে দিচ্ছে৷ একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে৷ যাতে আমরা ভোটে না দাঁড়ায়৷ এই জাতীয় পরিবেশ ও পুলিশ অত্যাচারের বিষয়ে আমরা মোদির সঙ্গে কথা বলেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =