রেশন সমস্যায় কোন ফর্মে কী সুবিধা? নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও প্রকৃত দুস্থ পরিবারগুলির কাছে সঠিক রেশন ব্যবস্থা পৌঁছে দিতে, ভর্তুকি যুক্ত রেশন কার্ডের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ এক্ষেত্রে নির্দেশিকা মেনে বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যেই চালু হয়ে গেছে৷ আর্থিক দিক থেকে স্বচ্ছল নাগরিকদের এই কার্ড ফেরত দিয়ে ১০নম্বর ফর্ম পূরণ করে ভর্তুকিহীন কার্ড নেওয়ারও অনুরোধ

রেশন সমস্যায় কোন ফর্মে কী সুবিধা? নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও প্রকৃত দুস্থ পরিবারগুলির কাছে সঠিক রেশন ব্যবস্থা পৌঁছে দিতে, ভর্তুকি যুক্ত রেশন কার্ডের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ এক্ষেত্রে নির্দেশিকা মেনে বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যেই চালু হয়ে গেছে৷ আর্থিক দিক থেকে স্বচ্ছল নাগরিকদের এই কার্ড ফেরত দিয়ে ১০নম্বর ফর্ম পূরণ করে ভর্তুকিহীন কার্ড নেওয়ারও অনুরোধ জানিয়েছে খাদ্য দপ্তর৷

এবার এই কাজে দ্রুততা আনতে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান, পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের নির্দেশিকা প্রকাশ করা হল৷ আবেদনের বিষয়বস্তু নির্বাচন করে সঠিক ফর্ম ফিলাপ করতে দরখাস্ত সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে তুলে ধরা হয়েছে এই পর্যায়ে৷

ফর্ম নং ৩. ভর্তুকিযুক্ত খাদ্য প্রাপকের তালিকায় অন্তর্ভুক্তির জন্য৷
ফর্ম নং ৪. পরিবারের নতুন সদস্য সংযোজন করার জন্য৷
ফর্ম নং ৫. নাম বা ঠিকানায় ভুল সংশোধনের জন্য৷
ফর্ম নং ৬. ডিলার পরিবর্তন করার জন্য৷
ফর্ম নং ৭. কার্ড বাতিল করার জন্য৷
ফর্ম নং ৮. RKSY-৷৷ থেকে RKSY-৷ এ পরিবর্তন করার জন্য৷
ফর্ম নং ৯. কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বিকল্প কার্ড তৈরির জন্য৷
ফর্ম নং ১০. নতুন ভর্তুকিহীন কার্ডের জন্য অথবা ভর্তুকিযুক্ত কার্ডকে ভর্তুকিহীন কার্ডে পরিবর্তন করার জন্য৷

প্রথম পর্যায়ে ২৭ তারিখ পর্যন্ত রেশন কার্ড সংশোধনের কাজ চলবে বলে জানিয়েছিল খাদ্য দফতর৷ পরে সাধারণ মানুষের নানান অসুবিধার কথা চিন্তাভাবনা করে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে মন্ত্রক৷

ভর্তুকি যুক্ত রেশন কার্ডের সঙ্গে আঁধার কার্ড যুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে৷ এবছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হলে সামনের বছরের শুরুতেই ভর্তুকি যুক্ত রেশন গ্রাহকদের সংখ্যা খতিয়ে দেখা হবে৷ আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করেই দেওয়া হবে ভর্তুকি যুক্ত রেশন কার্ড৷

সম্প্রতি রেশন কার্ডের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এপর্যন্ত প্রায় ১১লক্ষ গ্রাহক ভর্তুকি যুক্ত রেশন কার্ডের আবেদন জানিয়েছেন৷ বিধি মেনেই বাতিল করা হয়েছে বহু আবেদন৷ তবে যারা এই তালিকা থেকে বাদ পড়ছে তাদের জন্য ভর্তুকিহীন রেশন কার্ড পাঠানোর ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =