বাংলার ফের নির্বাচন, ‘বিসর্জন’ হবে না তো বিশ্বজিৎ-মুকুটমণি-কৃষ্ণর ‘কেরিয়ার’?

ফের নির্বাচনের প্রস্তুতি (West Bengal bypoll) লোকসভার ভোটের ফল ঘোষণা হতে না হতেই ফের নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। বাংলা-সহ আরও ৭ রাজ্যে ১৩টি বিধানসভা…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

ফের নির্বাচনের প্রস্তুতি (West Bengal bypoll)

লোকসভার ভোটের ফল ঘোষণা হতে না হতেই ফের নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। বাংলা-সহ আরও ৭ রাজ্যে ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন করাতে চলেছে নির্বাচন কমিশন৷ মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে৷

১০ জুলাই বাংলায় ভোট! (Bengal bypoll)

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই বাংলা-সহ ৭ রাজ্যে উপনির্বাচন হতে পারে৷ আগামী ১৩ জুলাই ভোট গণনা দিনক্ষণ চূড়ান্ত হতে পারে৷ নমিনেশন জমার শেষদিন ২১ জুন। ২৬ জুন নমিনেশন প্রত্যাহারের শেষদিন৷ আগামী ১৪ জুন নির্বাচন সংক্রান্ত গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন৷

নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ কেন্দ্র

২০১২ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতে ছিল মানিকতলা৷ বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবারারে লোকসভা নির্বাচনের তৃণমূলের পরাজিত প্রার্থী বিশ্বজিৎ দাস৷ বরবার দলবদলের খেসারতও দিতে হয়েছে ‘ফুলবদলু’ বিশ্বজিৎ দাসকে৷ শুধুই কি বিশ্বজিৎ?

প্রশ্নের মুখে রাজনৈতিক কেরিয়ার (Political Future)

তালিকায় আছে রাণাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ৷ এখানেও মুকুটমণি অধিকারী ও কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে৷ ২০২৪ লোকসভায় তাঁদের প্রার্থীও করে বাংলার শাসকদল তৃণমূল৷ কিন্তু, বারবার দলবদল করার সৌজন্যে লোকসভা ভোটে হেরে যান বিশ্বজিৎ, মুকুটমণি, কৃষ্ণ কল্যাণী৷

টিকিট পাবেন বিশ্বজিৎ, মুকুটমণি, কৃষ্ণ কল্যাণী?

‘ফুলবদলু’, লোকসভা ভোটে পরাজিত এই তিন নেতাকে ফের তাদের বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ আর যদি এই তিনজনকে প্রার্থী করা না হয়, তাহলে ‘জনগণের গর্জনে বিসর্জন’ হয়ে যাবে না তো বিশ্বজিৎ, মুকুটমণি, কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক কেরিয়ার? দলবদল এই তিন নেতার কী হবে, এই নিয়ে নানা মহলে জল্পনা শুরু হলেও মানিকতলা আসনে প্রার্থী বাছাইয়ে তৃণমূল বড় চমক দিতে পারে বলে খবরে প্রকাশ৷

সাধারণ সাংসদ হয়েই থাকে যাবেন অভিজিৎ? হারিয়ে যাবেন রাজনীতির

রাস্তাই রাস্তা দেখায়, এবার ‘ধন্যবাদ যাত্রা’ করবেন রাহুল! কতটা চাপে বিজেপি?

নয়া সমীকরণ! কংগ্রেস বিরোধী জোটের ক্যাপ্টেন অভিষেক?

মাত্র ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রী ও ছেলের সম্পদ বাড়ল ৮২২ কোটি টাকা!

PoliticsBy-poll preparations underway in West Bengal amid speculations over Biswajit, Mukutmani, Krishna Kalyani’s political future. Will they get another chance or face political exile?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *