Aajbikel

কাঁদতে কাঁদতে ইস্তফা বৈশাখীর, বিস্ফোরক শোভন! কাঠগড়ায় পার্থ!

কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিঁধে হেনস্থার অভিযোগ তুলে মিলি আল আমিন কলেজের অধ্যপর পদ থেকে ইস্তফা দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ পারিবারিক বন্ধুকে হেনস্থার ঘটনায় দলের বিরুদ্ধে বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায়৷ বুধবার শোভন চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন বৈশাখীদেবী৷ বৈঠক থেকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইস্তফার দেওয়ার ঘোষণা করেন বৈশাখী৷ বৃহস্পতিবার আচার্য তথা নতুন রাজ্যপালের সঙ্গে
 | 
কাঁদতে কাঁদতে ইস্তফা বৈশাখীর, বিস্ফোরক শোভন! কাঠগড়ায় পার্থ!

কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিঁধে হেনস্থার অভিযোগ তুলে মিলি আল আমিন কলেজের অধ্যপর পদ থেকে ইস্তফা দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ পারিবারিক বন্ধুকে হেনস্থার ঘটনায় দলের বিরুদ্ধে বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায়৷ 

বুধবার শোভন চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন বৈশাখীদেবী৷ বৈঠক থেকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইস্তফার দেওয়ার ঘোষণা করেন বৈশাখী৷ বৃহস্পতিবার আচার্য তথা নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷

সাংবাদিক বৈঠকে বৈশাখী অভিযোগ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দপ্তর তাঁকে হেনস্থা করা করেছে৷ সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে আক্রমণ৷ শিক্ষামন্ত্রীকে বিঁধতে গিয়ে কেঁদে ফেলেন বৈশাখী৷ বলেন, সকালে উচ্চশিক্ষা দপ্তর থেকে আমাকে ফোন করা হয়৷ সাম্প্রদায়িক তকমা দিয়ে কোণঠাসা করার চক্রান্ত করা হচ্ছে৷ শিক্ষামন্ত্রীর নির্দেশে দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হচ্ছে৷ শোভন দলে না ফেরায় আমার কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে৷

বন্ধুকে হেনস্থা প্রসঙ্গে শোভনবাবু বলেন, ‘‘রাজনৈতিক শর্ত দেওয়া হয়েছে, আমি দলে না গেলে নাকি বৈশাখীর চাকরি চলে যাবে৷ এটা ছোট ঘটনা নয়৷ এর পেছনে বড় তার কার্যক্রম রয়েছে৷’’ তবে, এদিন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হলেও পার্থবাবুর কোনও মন্তব্য পাওয়া যায়নি৷

Around The Web

Trending News

You May like