‘বিত্তশালী’ মুনমুন-বাবুল! সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

আসানসোল৷ দুই তারকার টানটান লড়াই৷ একজন গায়ক থেকে মন্ত্রী৷ অন্যজন পর্দায় উষ্ণতা ছড়ানো অভিনেত্রী হয়েছেন সাংসদ৷ ভোটের ময়দানে টানটাল লড়াইয়ের সঙ্গে সম্পত্তির নিরিখেও একে অন্যকে টক্কর দিচ্ছেন কোটিপতি দুই তারকাপ্রার্থী৷ দুই প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পতির পরিমাণ দেখে থ বিরোধীরাও৷ মুনমুন সেন৷ গত ৯ এপ্রিল মনোনয় জমা দিয়েছেন আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন জানিয়েছেন, তাঁর হাতে

‘বিত্তশালী’ মুনমুন-বাবুল! সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

আসানসোল৷ দুই তারকার টানটান লড়াই৷ একজন গায়ক থেকে মন্ত্রী৷ অন্যজন পর্দায় উষ্ণতা ছড়ানো অভিনেত্রী হয়েছেন সাংসদ৷ ভোটের ময়দানে টানটাল লড়াইয়ের সঙ্গে সম্পত্তির নিরিখেও একে অন্যকে টক্কর দিচ্ছেন কোটিপতি দুই তারকাপ্রার্থী৷ দুই প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পতির পরিমাণ দেখে থ বিরোধীরাও৷

মুনমুন সেন৷ গত ৯ এপ্রিল মনোনয় জমা দিয়েছেন আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা৷ ৮টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ১৬ লক্ষ ৭৩ হাজার ১৯৯ টাকা। দু’টি জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ২৮ লক্ষ ৫৯ হাজার ৮৯০টাকা৷ বন্ড, শেয়ার ও মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ রয়েছে ২ কোটি ৫৯ লক্ষ ১৪৭ টাকা৷ জীবন বিমায় সঞ্চয় ৪ লক্ষ ৯০ হাজার ৩২৩টাকা৷
মুনমুনের নিজের গাড়ি না থাকলেও আছে স্বামীর৷ স্বামীর গাড়ির মূল্য ৯ লক্ষ টাকা৷

মুনমুনের সোনার কয়েছে ১কেজি ৩৫২ গ্রাম৷ দাম ৪২ লক্ষ টাকার। রয়েছে ৭০ সেন্ট হিরে৷ মূল্য প্রায় ৪ লক্ষ ৬০ হাজার টাকা৷ মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৬৮লক্ষ ৮২ হাজার ৬৭৩টাকা৷ স্বামীর রয়েছে ৩কোটি ৭৫ লক্ষ ৯হাজার ৮৯০টাকা৷ রয়েছে ৩টি ফ্ল্যাট৷ বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার টাকা। মুনমুনের মোট স্থাবর সম্পত্তি ৫ কোটি ১ লক্ষ ৯০ হাজার টাকা৷ স্বামীর ৭ লক্ষ ৫০ হাজার টাকা৷ নেই কোনও মামলা৷

অন্যদিকে, আসানসোল থেকে লড়ছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ভোটে লড়ার সুবাদে নির্বাচন কমিশনের দপ্তরে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছেন এই তারকাপ্রার্থী৷ হলফনামায় বাবুল জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ৪৬ হাজার নগদ টাকা৷ স্ত্রীর হাতে ৩২ হাজার টাকা নগদ আছে৷ বাবুলের ব্যাংকে আছে ৭ লক্ষ ৯৯ হাজার ৩৩৫টাকা৷ স্ত্রীর ব্যাংকে ১৫ হাজার ২০০টাকা৷ বন্ড ও শেয়ারে বাবুলের লগ্নির পরিমাণ ৪ লক্ষ ০৬ হাজার ২৯৯টাকা৷ সঞ্চয় করেছেন, ৪২ লক্ষ ৯৪ হাজার ৬৩৪ টাকা৷ স্ত্রী সঞ্চয় করেছেন মাত্র ৬ লক্ষ টাকা৷ রয়েছে ১টি বাইক৷ ৪টি গাড়ি৷ যার বাজার মূল্য ৬৭ লক্ষ ৯৯ হাজার ৬০৮ টাকা৷ রয়েছে সোনা৷ বাবুলের ২০ ভরি সোনার মূল্য ৬ লক্ষ ও স্ত্রীর ৩০ ভরির সোনার মূল্য ৯ লক্ষ টাকা৷ সবমিলিয়ে বাবুলের মোট সঞ্চয় ১কোটি ৩০ লক্ষ ১৮ হাজার ৩১২টাকা৷ তাঁর স্ত্রীর সঞ্চয় ১৫লক্ষ ৪৭ হাজার ২০০টাকা৷ রয়েছে স্থাবর সম্পত্তি৷

গত ৫ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামায় বাবুল জানিয়েছেন, তাঁর একটি অকৃষি জমি রয়েছে৷ যার মূল্য ১৯ লক্ষ টাকা৷ ২কোটি ৫৫ টাকার ৩টি ফ্ল্যাট রয়েছে৷ স্ত্রী ও শাশুড়ির একটি ফ্ল্যাটের দাম ৩৬ লক্ষ টাকা৷ বাবুলের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২কোটি ৯২ লক্ষ টাকা৷ স্থাবর ও অস্থাবর মিলিয়ে বাবুল ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩৭ লক্ষ ৪১২টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =