আমরা সবাই নাকি চোর! সিপিএম ছাড়া সবার পিছনে সিবিআই লাগাচ্ছে: মমতা

কলকাতা: অসমে নাগরিকপঞ্জির প্রতিবাদে রাজপথে নেমে ফের সিপিএমকে বিঁধে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিপিএম-বিজেপির আঁতাত প্রসঙ্গে তৃণমূল নেত্রীর মন্তব্যের পাল্টা দিয়েছেন বাম নেতৃত্ব৷ শ্যামবাজারে পদযাত্রা শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ কেউ কথা বলতে পারছে না৷ দেখবেন, একমাত্র সিপিএম সুয়োরানী৷ সিপিএমের কাউকে এখনও ওঁরা সিবিআই দেয়নি৷ আর আমরা নাকি সব চোর৷

আমরা সবাই নাকি চোর! সিপিএম ছাড়া সবার পিছনে সিবিআই লাগাচ্ছে: মমতা

কলকাতা: অসমে নাগরিকপঞ্জির প্রতিবাদে রাজপথে নেমে ফের সিপিএমকে বিঁধে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিপিএম-বিজেপির আঁতাত প্রসঙ্গে তৃণমূল নেত্রীর মন্তব্যের পাল্টা দিয়েছেন বাম নেতৃত্ব৷

শ্যামবাজারে পদযাত্রা শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ কেউ কথা বলতে পারছে না৷ দেখবেন, একমাত্র সিপিএম সুয়োরানী৷ সিপিএমের কাউকে এখনও ওঁরা সিবিআই দেয়নি৷ আর আমরা নাকি সব চোর৷ সবার বাড়িতে সিবিআই লাগিয়ে দিচ্ছে৷ কারও বাড়িতে ইডি লাগিয়ে দিচ্ছে৷ পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে৷’’
এরপর তৃণমূল নেত্রী বলেন, ‘‘ভুলে যান কে কোন দল করেন৷ বাংলায় সিপিএমের কোনও অস্তিত্ব নেই৷ কংগ্রেসের অস্তিত্ব এখানে নেই৷ বিজেপি সঙ্গে একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস৷ বিজেপির অস্তিত্ব এখানে টাকা আর এজেন্সি৷ ওই টাকা আর এজেন্সির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার তৃণমূল কংগ্রেসের আছে৷ কত জনকে জেলে ঢুকাবেন৷ ঢোকার না, দেখি কটা আপনার জেল তৈরি করতে হয়৷’’

এর পাল্টা দিয়েছেন পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘আজ মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছে বামেদের সঙ্গে বিজেপির নাকি আঁতাত আছে! এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে ও বোঝাতে সাতটা জন্ম নিতে হবে৷ বামেদের বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে সাতটা কমিশন বসেছিলেন মুখ্যমন্ত্রী৷ একটি কমিশনের রিপোর্ট জমা দিতে পারেনি৷ এই সমস্ত বাজে কথা বলে বামেদের দমানো যাবে না৷ কারণ তৃণমূলের ভিত নড়ে গিয়েছে৷ তৃণমূলের অস্তিত্বই আর থাকবে না৷ তখন বাংলায় একমাত্র শক্তি যাঁরা বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়াই করে যেতে পারে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *