কেন্দ্রের হাত ধরে বাংলার ঘরে-ঘরে পৌঁছে যাবে জলের লাইন, উদ্যোগ নবান্নের

কলকাতা: এবার কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহের উদ্যোগ নিল রাজ্য সরকার৷ কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সমানভাবে এই প্রকল্পে ব্যয় করবে৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার ১.৩৭ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ এ বছরের মে মাসে দ্বিতীয়বারের

কেন্দ্রের হাত ধরে বাংলার ঘরে-ঘরে পৌঁছে যাবে জলের লাইন, উদ্যোগ নবান্নের

কলকাতা: এবার কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহের উদ্যোগ নিল রাজ্য সরকার৷ কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সমানভাবে এই প্রকল্পে ব্যয় করবে৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার ১.৩৭ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে৷

এ বছরের মে মাসে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর জল জীবন মিশন প্রকল্পের সূচনা করা হয়৷ কয়েক মাস আগে এই প্রকল্প নিয়ে বৈঠক হয় দিল্লিতে৷ ওই বৈঠকে প্রত্যেকটি রাজ্যকে নিজ নিজ গ্রামের রূপরেখা দেওযার নির্দেশ দেওয়া হয়৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় এই প্রকল্পের লক্ষ্য হল আগামী ২০২৪ সালের মধ্যে দেশের প্রায় ১৫০ মিলিয়ন অর্থাৎ ১৫ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা৷ নবান্নের এক শীর্ষ আধিকারিক এ প্রসঙ্গে বলেন, ‘জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং (পিএইচডি) বিভাগ এই প্রকল্পের আওতায় ৯০ শতাংশ গ্রামীণ পরিবারকে পাইপের সাহায্যে জল সরবরাহ করবে৷

এর আগে স্বাস্থ্য বীমা পরিকল্পনা আয়ুষ্মান ভারত এবং কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা পরিকল্পনা পিএম–কৃষকের মতো কেন্দ্রীয় প্রকল্পে নাকচ করেছে রাজ্য সরকার৷ সেক্ষেত্রে জল জীবন মিশনই হবে প্রথম কেন্দ্রের সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগ৷

রাজ্য সরকারি আধিকারিকদের একাংশের মতে সম্প্রতি দিল্লিতে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে নরম মনোভাব হয়েছে মুখ্যমন্ত্রীর৷ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করলে তা রাজ্যের জন্যই ফলদায়ক হবে বলেই মত প্রকাশ করেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =