NRC-র বিরুদ্ধে কণ্ঠে আগুন জ্বালালেন কবীর সুমন, দেখুন ভিডিও

কলকাতা: এনআরসির বিরুদ্ধে গান বাঁধলেন কবীর সুমন৷ বুধবার সকালে সেই গান বেঁধে নিজেই ভিডিও বার্তা দিয়েছেন৷ গানটি গেয়েও শুনিয়েছেন তিনি৷ তিনি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘গানটা আগে লিখে তারপর সুর করেছি৷ গানের কথা – কতযুগ আগে বেরিয়ে পড়েছিলাম৷ কতযুগ আগে এই দেশেই এলাম৷’’ গায়কের কথায়, বিজ্ঞান বলে, ইতিহাস বলে আমরা সকলেই মোটামুটি আফ্রিকা থেকে এসেছি৷ তারপর

NRC-র বিরুদ্ধে কণ্ঠে আগুন জ্বালালেন কবীর সুমন, দেখুন ভিডিও

কলকাতা: এনআরসির বিরুদ্ধে গান বাঁধলেন কবীর সুমন৷ বুধবার সকালে সেই গান বেঁধে নিজেই ভিডিও বার্তা দিয়েছেন৷ গানটি গেয়েও শুনিয়েছেন তিনি৷ তিনি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘গানটা আগে লিখে তারপর সুর করেছি৷ গানের কথা – কতযুগ আগে বেরিয়ে পড়েছিলাম৷ কতযুগ আগে এই দেশেই এলাম৷’’ গায়কের কথায়, বিজ্ঞান বলে, ইতিহাস বলে আমরা সকলেই মোটামুটি আফ্রিকা থেকে এসেছি৷ তারপর ছড়িয়ে পড়েছি সারা পৃথিবীতে৷

অনেক যুগ, যুগ যুগ ধরে আমরা জায়গা খুঁজে নিয়েছি আবার সেখান থেকে বেরিয়েও গিয়েছি৷ এটাই মানুষের কাজ৷ উট এভাবে বাঁচে না, ব্যাঙও ঠিক এরকম করে না৷৷কিন্তু মানুষ এরকম করে৷ এটাই মানুষের কাজ৷  কবীর সুমন গেয়েছেন, কত যুগ আগে বেরিয়ে পড়েছিলাম, কতযুগ আগেই এই দেশে এলাম৷ কিসের প্রমাণ তোদের দেখাবো কেন, ভাবখানা দুনিয়ার তোরাই মালিক যেন৷ এন আর সি বিরোধী এই গান৷

সুমন শ্রোতাদের অনুরোধ করেছে গানটার সহজ সুর৷ সকলেই তা তুলে নিয়ে গাইলে তাঁর ভালো লাগবে৷ কবীর সুমন রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেস সাংসদ ছিলেন৷ পরে অবশ্য দলের সঙ্গে তেমন সম্পর্ক রাখেননি৷ কিন্তু, গান ছাড়াও সোজাসাপ্টা বক্তব্যের জন্য সুমন অনেকবারই আলোচিত হয়েছেন৷ বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস, কেউ তাঁর নিশানা থেকে বাদ যায়নি৷

নব্বইয়ের দশকে বাংলা গানের নতুন দিক দেখিয়েছিলেন সুমন৷ জীবনমুখী গান তখন আম জনতার মুখে মুখে৷ কনোরিয়া জুট মিলের শ্রমিকদের জন্যও গান করেছিলেন সুমন৷ মানুষের সমস্যা, দৈনন্দিন জীবন, সম্পর্ক উঠে আসতো৷ এর পর রাজনীতিতে আসেন সুমন৷ সেই সময় বাম জমানার শেষ পর্ব চলছে৷ বামফ্রন্টকে তিনি তীব্র ভাবে আক্রমণ করেন৷

চিরকালই অতি বামপন্থী সুমন, সিপিএম এবং দক্ষিণপন্থী মতবাদকে আক্রমণ করেছেন৷ এক্ষেত্রে বিজেপি এবং মোদী সরকারের দেশ ব্যাপী এন আর সি চালুর প্রয়াসকে বিরোধিতায় যাবে সুমন তা স্বাভাবিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =