আজ বিকেল: মোদিকে ঠেকাতে হবে, তা যেভাবেই হোক। তাই সরকারের উন্নয়নের ফিরিস্ত জনমানসে তুলে ধরা জরুরি। আর সেই কাজ করতে গিয়েই ভোটের বাজারে থিম সং আনল শাসক তৃণমূল।
মোট,২.৩৮ সেকেন্ডের ভিডিও মাধ্যমে গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, পথের সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, যে গ্রাম বাংলার ছবিটিকে আমূল বদলে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। মিউজিক ভিডিওতে বিজেপিকেও ঠুকে দেওয়া হয়েছে। বিজেপির ধর্মীয় বিভেদকে নিশানা করে দেশবাসীকে সাবধান করা হয়েছে।
I am very happy to share the new music video “Maa, Mati, Manush” for the forthcoming #LokSabhaElections2019
আসন্ন #লোকসভানির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিও ‘মা, মাটি, মানুষ’ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। pic.twitter.com/Doky036ICU
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2019
রূপম ইসলাম ও সোমলতা আচার্য কণ্ঠেই ফুটে উঠেছে মমতা সরকারের উন্নয়নের গান। বৃস্পতিবার বেলা ১২টা নাগাদ আসন্ন্ লোকসভা নির্বাচনের এই থিম সং.য়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়।এদিকে প্রকাশ হতে না হতেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে ঘাসফুল শিবিরের মিউজিক ভিডিও।