অবাধ ভোট না হলে কমিশনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি

বারাসত: কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিয়েছিল রাজ্যের প্রথম দফার নির্বাচনে তা পূরণ করতে পারেনি। আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে নির্বাচন রয়েছে। সেখানে যদি নির্বাচন কমিশন ওই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বড় প্রতিবাদ বিক্ষোভ করব।

অবাধ ভোট না হলে কমিশনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি

বারাসত: কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিয়েছিল রাজ্যের প্রথম দফার নির্বাচনে তা পূরণ করতে পারেনি। আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে নির্বাচন রয়েছে। সেখানে যদি নির্বাচন কমিশন ওই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বড় প্রতিবাদ বিক্ষোভ করব। মঙ্গলবার বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করে কমিশনকে এমনই হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তিনি বলেন, প্রথম দফায় কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে। যেখানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছিল না। পর্যাপ্ত পুলিস পর্যন্ত ছিল না। এমনকী, যিনি নির্বাচন কমিশনের অবজারভার ছিলেন, ভোট শেষ হওয়া পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা ছিল। তিনিও দুপুরের পর চলে গিয়েছিলেন। আমরা এই বিষয়গুলি ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশনকেও লিখিত জানিয়েছি। তবে, দ্বিতীয় দফাতেও একই জিনিস হলে বড় প্রতিবাদ বিক্ষোভ হবে। বিজেপি-তৃণমূল আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, নিচুতলায় বিজেপির লোকজনের অভাব রয়েছে। তৃণমূলের কাছ থেকে ওরা কর্মী নিচ্ছে। তৃণমূল ও বিজেপির মধ্যে আসন নিয়ে বোঝাপড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =