ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের, বিপাকে রাজ্য

কলকাতা: জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনায় ২০ দিনের মাথায় অভিযুক্তদের জামিন হওয়ায় তুমুল অসন্তুষ্ট আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা৷ স্বাস্থ্যভবনে স্বাস্থ্য দপ্তরের দুই শীর্ষকতার সঙ্গে বৈঠকে সেই ক্ষোভ বারংবার উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের ৩১ জনের প্রতিনিধি৷ সমস্যা সমাধান না হলে ফের আন্দোলনের পথে নামা ছাড়া দ্বিতীয় পথ খোলা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের

ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের, বিপাকে রাজ্য

কলকাতা: জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনায় ২০ দিনের মাথায় অভিযুক্তদের জামিন হওয়ায় তুমুল অসন্তুষ্ট আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা৷ স্বাস্থ্যভবনে স্বাস্থ্য দপ্তরের দুই শীর্ষকতার সঙ্গে বৈঠকে সেই ক্ষোভ বারংবার উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের ৩১ জনের প্রতিনিধি৷ সমস্যা সমাধান না হলে ফের আন্দোলনের পথে নামা ছাড়া দ্বিতীয় পথ খোলা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল৷

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) প্রদীপ মিত্রকে উদ্দেশ্য করে জুনিয়র ডাক্তাররা বলেন, ‘‘আমাদের ফের আন্দোলনে নামতে বাধ্য করবেন না৷ জামিন অযোগ্য ধারায় মামলার পরও কীভাবে  পাঁচ অভিযুক্ত জামিন পেল?’’  স্বাস্থ্যকর্তারা জানান, বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত৷ তাঁদের কোনও হাত নেই৷ তা সত্ত্বেও এ বিষয়ে তদন্তকারী পুলিশের ভূমিকা খতিয়ে দেখার জন্য পুলিশ-প্রশাসনের শীর্ষ পর্যায়ে জানাবেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =