সরকারি পরিচয়পত্র পেতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য

কলকাতা: অবশেষে শুরু হচ্ছে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন৷ এই কার্ডে ভর্তুকিযুক্ত রেশনের খাদ্য সামগ্রী পাওয়া যাবে না৷ তবে, নয়া কার্ডটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে৷ জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার থেকে নয়া ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে৷ দেশের মধ্যে এই প্রথম বাংলায় পরিচয়পত্র হিবাসে নয়া রেশন কার্ড চালু করতে চলেছে তৃণমূল পরিচালিত সরকার৷

সরকারি পরিচয়পত্র পেতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য

কলকাতা: অবশেষে শুরু হচ্ছে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন৷ এই কার্ডে ভর্তুকিযুক্ত রেশনের খাদ্য সামগ্রী পাওয়া যাবে না৷ তবে, নয়া কার্ডটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে৷

জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার থেকে নয়া ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে৷ দেশের মধ্যে এই প্রথম বাংলায় পরিচয়পত্র হিবাসে নয়া রেশন কার্ড চালু করতে চলেছে তৃণমূল পরিচালিত সরকার৷ অফলাইন ও অনলাইনে করা যাবে আবেদন৷ খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ১০ নম্বর ফর্ম ডাইলোড ও তা পূরণ করা যাবে৷ জমা দেওয়া যাবে আনলাই ও অফলাইনে৷ রাজ্য এই প্রথম অনলাইনে রেশন কার্ডের আবেদন দাখিল করা যাবে৷ তবে, ১০ নম্বর ফর্ম পূরণ করলে দু’টা কেজি দরে চাল থেকে শুরু করে ভর্তুকিযুক্ত কোনও রেশন সামগ্রী পাওয়া যাবে না৷ এই ফর্ম পূরণ করলে পাওয়া যাবে শুধুমাত্র পরিচয়পত্র৷

জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার থেকে ভর্তুকিহীন নতুন রেশন কার্ডের আবেদন-সহ পুরানো কার্ডের সংশোধন করা যাবে খাদ্য দপ্তরের বিশেষ শিবিরে৷ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত৷ পুরসভা থেকে শুরু করে ব্লক ভিত্তিক বিশেষ শিবির খোলার কথা৷

জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ১৮ দিনের বিশেষ শিবিরে নতুন রেশন কার্ড করার জন্য ১১ লক্ষ ৩২ হাজার ২৯৫টি আবেদন জমা পড়ে৷ পরিবারের নতুন সদস্যের জন্যরেশনে নামে তোলার জন্য আবেদন জমা পড়েছে ২৮ লক্ষ৷ কার্ডে তথ্য সংশোধনীর সংক্রান্ত প্রায় ১ কোটি আবেদন জমা পড়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =