ইভিএমের সঙ্গে গুনতে হবে ভিভিপ্যাট, জোরালো দাবি বিরোধীদের

নয়াদিল্লি: তৃতীয় দফার ভোটের পর আরও জোরালো হল ইভিএমের কারচুপির অভিযোগ। বিরোধা দলগুলি আবার সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। ভিভিপ্যাট নিয়েও তাদের বিস্তর অভিযোগ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, কমপক্ষে ৫০ শতাংশ ইভিএমে ভিভিপ্যাট লাগানোর দাবিতে শীর্ষ আদালতে যাবেন তাঁরা। কংগ্রেস, এনসিপি, তেলুগু দেশম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআই এবং ডিএমকের প্রতিনিধিদের

ইভিএমের সঙ্গে গুনতে হবে ভিভিপ্যাট, জোরালো দাবি বিরোধীদের

নয়াদিল্লি: তৃতীয় দফার ভোটের পর আরও জোরালো হল ইভিএমের কারচুপির অভিযোগ। বিরোধা দলগুলি আবার সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। ভিভিপ্যাট নিয়েও তাদের বিস্তর অভিযোগ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, কমপক্ষে ৫০ শতাংশ ইভিএমে ভিভিপ্যাট লাগানোর দাবিতে শীর্ষ আদালতে যাবেন তাঁরা। কংগ্রেস, এনসিপি, তেলুগু দেশম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআই এবং ডিএমকের প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিক বৈঠকে চন্দ্রবাবু বলেন, ইভিএম সম্পর্কে তাঁদের গভীর সন্দেহ জাগছে। সারা বিশ্বে মাত্র তিনটি দেশ ইভিএম ব্যবহার করে।

এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, গোটা দেশ যখন মোদিকে বদলাতে চাইছে, তখন একমাত্র চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইভিএম। কংগ্রেসের সুশীলকুমার সিন্ধে, তৃণমূলের নাদিমুল হক, আপের সঞ্জয় সিং, সিপিএমের মহেন্দ্র সিংও ইভিএম নিয়ে নানা অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =