কলকাতা: আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহনী ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এরাজ্যে চতুর্থ দফার ভোটে আট আসনের জন্য ৫৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বুথ পাহারার কাজে লাগানো হচ্ছে। তবে, এতকিছুর আয়োজনের পরও থামানো যাচ্ছে না অশান্তি৷ ভোটগ্রহণ শুরু হওয়ার পরই পাঁচ জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে৷
এর মধ্যে বহরমপুর আসনে ১০০শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। অনুব্রত মণ্ডলের বীরভূম জেলার দুটি আসনেই ৯৯ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে কোনও অশান্তি বাধলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ৮টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৮৮টি কুইক রেসপন্স টিম থাকছে। আজ সব মিলিয়ে ৬৮জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে অধীর চৌধুরী, শতাব্দী রায়, এস এস আলুওয়ালিয়া, বাবুল সুপ্রিয়, মুনমুন সেনের মতো স্টার ও হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪৯১। ৯৮০৩টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৫২৭৭টি বুথে ভোট গ্রহণ হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য কমিশন যাবতীয় ব্যবস্থা নিয়েছে৷