লখনউ ও মুম্বই: তৃতীয় দফার নির্বাচনের মধ্যেই ইভিএমে গরমিলের অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। পাশাপাশি ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শারদ পাওয়ারও। তাঁর মতে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে বদলে দিতে চায়। কিন্তু ইভিএমে সমস্যা থাকলে ভোটারদের সেই মনোভাবের প্রতিফলন পাওয়া যাবে না। এই নির্বাচনে এটিই একমাত্র চিন্তার বিষয়।
অখিলেশ ইভিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন বলেন, ‘দেশজুড়ে ভোটিং মেশিন ঠিক মতো কাজ করছে না অথবা যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট চলে যাচ্ছে। আজ প্রায় ৩৫০-এর বেশি ইভিএম বদলাতে হয়েছে। জেলাশাসক বলছেন, ইভিএম চালানোর জন্য ভোটকর্মীরা প্রশিক্ষণ পাননি।’
তাঁর সংযোজন, ‘৫০ হাজার কোটি টাকা ব্যয়ে যে নির্বাচন হচ্ছে, সেখানে এই ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ।’ মঙ্গলবার, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন সপা সুপ্রিমো। ইভিএমে সমস্যা কোনও অশুভ ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ। মঙ্গলবার, সপার একটি প্রতিনিধি দল রামপুর কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানিয়েছে।