ভোটে দাঁড়ানোর ‘শিক্ষা’! সর্বস্ব খোয়ালেন বাম প্রার্থীর

কাঁথি: ভোট শুরু হতে না হতেই সর্বস্ব খোয়ালেন কাঁথি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী পরিতোষ পট্টনায়েক৷ বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দেড় লক্ষ টাকা সহ সোনার অলঙ্কার লুঠ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ বাম প্রার্থীর অভিযোগ, ভোটের আগে তাঁদের দুর্বল করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে৷ কাঁথা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে৷ কাঁথি লোকসভা কেন্দ্রে এবার

50fabad087c6d2172435a827c2618964

ভোটে দাঁড়ানোর ‘শিক্ষা’! সর্বস্ব খোয়ালেন বাম প্রার্থীর

কাঁথি: ভোট শুরু হতে না হতেই সর্বস্ব খোয়ালেন কাঁথি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী পরিতোষ পট্টনায়েক৷ বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দেড় লক্ষ টাকা সহ সোনার অলঙ্কার লুঠ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ বাম প্রার্থীর অভিযোগ, ভোটের আগে তাঁদের দুর্বল করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে৷ কাঁথা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে৷

কাঁথি লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে যুব নেতা পরিতোষ পট্টনায়েককে। পরিতোষ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের জেলা সম্পাদক ও সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য৷ ২০১৪-র লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরে সিপিএমের অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে উঠেছিল। লক্ষ্মণ শেঠ বহিষ্কৃত হওয়ার পর জেলা সিপিএম বড় ভাঙনের মুখে পড়ে। এই পরিস্থিতিতে ২০১৪-য় পাঁশকুড়ার আনকোরা এসএফআই নেতা শেখ ইব্রাহিম আলিকে সিপিএম তমলুকে প্রার্থী করেছিল। এখন পাঁশকুড়ার বিধায়ক সেই ইব্রাহিমকেই এ বার তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে আলিমুদ্দিন স্ট্রিট। কাঁথি লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে যুব নেতা পরিতোষ পট্টনায়েককে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *