লাইনে দাঁড়ানো ভোটারদের পুলিশ বলছে, বিজেপিকে ভোট দাও: মমতা

আরামবাগ: এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার অঙ্গুলি হেলনে বাহিনী বুথের ভিতরে ঢুকে ভোট করাচ্ছে বিজেপি’র হয়ে। শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, ভোট পর্বে তাদের নিয়ন্ত্রক নির্বাচন কমিশনকেও নিশানায় বিঁধেছেন তিনি। মঙ্গলবার নির্বাচনী প্রচার পর্বে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে আরামবাগে এবং

লাইনে দাঁড়ানো ভোটারদের পুলিশ বলছে, বিজেপিকে ভোট দাও: মমতা

আরামবাগ: এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার অঙ্গুলি হেলনে বাহিনী বুথের ভিতরে ঢুকে ভোট করাচ্ছে বিজেপি’র হয়ে। শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, ভোট পর্বে তাদের নিয়ন্ত্রক নির্বাচন কমিশনকেও নিশানায় বিঁধেছেন তিনি।

মঙ্গলবার নির্বাচনী প্রচার পর্বে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে আরামবাগে এবং খানাকুলে সভা করেন নেত্রী। তৃতীয় সভাটি করেন হাওড়ার বড়গাছিয়ায় শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। প্রচণ্ড দাবদাহ আর রোদ উপেক্ষা করে যে জনজোয়ার এদিন প্রত্যক্ষ করেছে আরামবাগ, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত, কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল সহ গোটা তৃণমূল নেতৃত্ব। উজ্জীবিত বড়গাছিয়াও।

জনজোয়ারকে সাক্ষী রেখে এদিন নেত্রীও ছিলেন রণংদেহী মুডে। বললেন, গদ্দাররা বলছে সেন্ট্রাল ফোর্স চাই। তাই শুনে চলেও আসছে বাহিনী। একদিনের জন্য ফোর্স আসবে, ভোটের পাহারা দেবে, চলে যাবে। কিন্তু ওরা কী করছে! মমতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাচ্ছে। মালদহ দক্ষিণ কেন্দ্রের ইংলিশবাজারের ১৬৬ ও ১৬৭ নম্বর বুথে আজ এ ঘটনা ঘটেছে। বুথের ভিতরে ঢুকে বিজেপির হয়ে ভোট করাচ্ছিল ওরা। এটা কি ওদের অধিকারের মধ্যে পড়ে? আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। এর বিহিত চাই। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর স্বামী স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তা আর কে মিত্র। ফোর্স মোতায়েন করছেন দিল্লিতে বসে। কী করতে হবে, ফোর্সকে ব্রিফ করে পাঠানো হয়েছে। জনতার দরবারে মমতার নালিশ- একই অভিযোগ এসেছে বালুরঘাট কেন্দ্রের ইটাহার থেকে। লাইনে দাঁড়ানো ভোটারদের দিল্লির পুলিস বলছে, বিজেপিকে ভোট দাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *