আমলাশোল: জঙ্গলমহলে বহু বছর পর ভোট হল সন্ধ্যা ছ’টা পর্যন্ত। কিন্তু আমলাশোলকে দেখে তা বোঝার উপায়ই নেই। দুপুরের মধ্যেই ভোটারশূন্য বুথ। এজেন্টরাও যে যার কাজ মিটিয়ে বাড়ি চলে গিয়েছেন। তবে কোনও গণ্ডগোলের জন্য চিত্রটা এমন নয়!
এখানকার ভোটার সংখ্যা ৪৪৭ জন। সকাল ১২টার মধ্যেই প্রায় ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছে। বাকি যে ক’জন ভোট দিতে আসার ছিল, তাও মিটে যায় দুপুরের ২টো-৩টের মধ্যে। ফলে দুপুরেই সেখানে ভোট ‘কার্যত’ শেষ। অবশ্য নিয়ম মানতেই হবে, তাই বাকি যেটুকু ভোট ছিল, সেটুকুর জন্য ভোটকর্মীরা বসে থাকলেন। কিন্তু রাজনৈতিক দলের এজেন্টরা চলে গেলেন বাড়ি। স্থানীয় এক রাজনৈতিক দলের নেতারা বললেন, বেলা ১২টার মধ্যেই অধিকাংশ ভোট মিটে গিয়েছে। তবে কেউ কেউ দুপুরের দিকে ভোট দিতে আসেন। বাকি সময় আর থেকে কী হবে? তাই দলের এজেন্টরাও যে যার বাড়ি চলে যান।