টাকা বিলিয়ে ভোট? কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে যাতে অর্থের অপব্যবহার না হয়, তার জন্য বিশেষ নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন। আয়কর, আবগারি এবং শুল্ক দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ওই নজরদারি করতে নির্দেশ দেন। মঙ্গলবার ওই সব দপ্তরের অফিসার ছাড়াও রাজ্য পুলিশ এবং বিমানবন্দরের কর্তার সঙ্গেও বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে কমিশনের

cee1268a7f9ba627a929128ade8be392

টাকা বিলিয়ে ভোট? কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে যাতে অর্থের অপব্যবহার না হয়, তার জন্য বিশেষ নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন। আয়কর, আবগারি এবং শুল্ক দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ওই নজরদারি করতে নির্দেশ দেন। মঙ্গলবার ওই সব দপ্তরের অফিসার ছাড়াও রাজ্য পুলিশ এবং বিমানবন্দরের কর্তার সঙ্গেও বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে কমিশনের অতিরিক্ত সিইও সঞ্জয় বসুও ছিলেন। বৈঠকে স্পষ্টভাষায় বলা হয়, ভোট ঘোষণার দিন থেকে টাকা খরচের ক্ষেত্রে রিপোর্ট রোজ দিতে হবে কমিশনে।

এবারের লোকসভা ভোটে একজন প্রার্থী সর্বাধিক ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। সেই খরচের পুঙ্খানুপুঙ্খ হিসেব নির্বাচন কমিশনকে দিতে হবে। নগদ খরচ করতে পারবেন একবারে ১০ হাজার টাকা। রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই টাকা বাড়ানোর জন্য বলা হয়েছে। আগে তা ছিল সর্বাধিক ২০ হাজার টাকা। রাজনৈতিক দলের মতে, রংয়ের দাম বেড়েছে, ফ্লেক্স-এর খরচ রয়েছে, প্রচারে খরচ আছে। তাই নগদে ১০ হাজার টাকা দিয়ে সম্ভব নয়। শুধু প্রার্থী নন, রাজনৈতিক দলের ক্ষেত্রেও কেন্দ্রপিছু নগদ টাকা খরচের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার টাকা। এটা বাড়ানোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *