হায়দরাবাদ: বর্তমানের পাশে প্রাক্তন। ভিভিপ্যাট গণনা নিয়ে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার পাশে দাঁড়ালেন প্রাক্তন সিইসি টি এস কৃষ্ণমূর্তি। ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনার বিরোধীদের দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিলেন তিনি। পাশাপাশি, ভোটযন্ত্রের প্রতি আস্থা রেখে কৃষ্ণমূর্তি বলেন, ভিভিপ্যাট ছাড়াই ভরসাযোগ্য ইভিএম।
সম্প্রতি প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচটি করে বুথে পেপার ট্রেল বা ভিভিপ্যাটের স্লিপ গণনার নির্দেশ নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইমতো চলতি লোকসভা নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ইভিএমের ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানিয়েছে বিরোধীরা।
এমনকী, এই দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। শনিবারই ইভিএম খারাপ হওয়ার বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরার সঙ্গে দেখা করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ২১টি রাজনৈতিক দল ৫০ শতাংশ ইভিএমের ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানিয়েছে বলে জানান তিনি।