নয়াদিল্লি: কোনও লোকসভা আসনে প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান পাঁচ হাজারের কম হলেই গোনা হোক ভিভিপ্যাট। অবিলম্বে এই ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ঘোষণা করুক জাতীয় নির্বাচন কমিশন। আজ এই দাবি তুলেছে বামেরা।
উল্লিখিত এজেন্ডায় এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠিও লিখেছেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক এস সুধাকর রেড্ডি। সেখানে এই দাবি করে তিনি লিখেছেন, কোনও নির্বাচনী কেন্দ্রের কোনও বুথে যদি দেখা যায় ভোটের ব্যবধান পাঁচ হাজারের কম রয়েছে, তাহলে ইভিএম যন্ত্র চ্যালেঞ্জ হলেই ভিভিপ্যাট গোনা হোক। তাহলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।