‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস, ৪ বছর পর রিপোর্ট কাউন্সিলের!

কলকাতা: হাসপাতালের অধিকর্তা অনুমতি দিয়ে বিভাগীয় প্রধানও নির্দেশ পাঠিয়েছিলেন চিকিৎসকদের কাছে৷ কিন্তু সেখানে গিয়ে থমকে গিয়েছিল প্রস্তাব৷ ‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস করানো যায় নি এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে৷ পিজি হাসপাতালে ২০১৫ সালের জুন মাস নাগাদ ‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার খবর সংবাদমাধ্যমে ফাঁস হতেই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিতর্ক৷ এবার সেই ঘটনায় অবশেষে সতর্ক করে দায় এড়াল

3 stocks recomended

কলকাতা: হাসপাতালের অধিকর্তা অনুমতি দিয়ে বিভাগীয় প্রধানও নির্দেশ পাঠিয়েছিলেন চিকিৎসকদের কাছে৷ কিন্তু সেখানে গিয়ে থমকে গিয়েছিল প্রস্তাব৷ ‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস করানো যায় নি এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে৷ পিজি হাসপাতালে ২০১৫ সালের জুন মাস নাগাদ ‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার খবর সংবাদমাধ্যমে ফাঁস হতেই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিতর্ক৷ এবার সেই ঘটনায় অবশেষে সতর্ক করে দায় এড়াল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার৷

জানা গিয়েছে, চার বছর আগে পিজি হাসপাতালে ‘ভিআইপি’ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার ঘটনার বেশ কয়েক জন স্বাস্থ্য কর্তাকে সতর্ক করেছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার৷ সতর্ক করা হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় উপাচার্যকে৷ প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা দীপক মিত্রকেও করা হয়েছে সতর্ক৷ তিন চিকিৎসককে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে৷

এসএসকেএমে কুকুর ডায়ালাইসিস করার চেষ্টা চার বছর পর ঘটনার নিন্দা যোগ্য বলে মন্তব্য মন্তব্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া৷ তৎকালীন রাজ্যের মেডিকেল কাউন্সিলের সভাপতিকে সতর্ক করা হয়েছে৷ নির্মল মাঝিকে সতর্ক করেছে এমসিআই৷ সতর্ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র পান্ডেকে৷ প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্রকে সতর্ক করা হয়েছে৷ তবে, বিতর্কিত এই ঘটনায় শুধুই কি নিন্দাযোগ্য উঠছে প্রশ্ন৷

তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাজির ঘনিষ্ঠ আত্মীয়ার কুকুরের ডায়ালিসিস এসএসকেএমে করানোর চেষ্টা ঘিরে রাজ্য রাজনীতি তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ে৷ বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালে যেখানে সাধারণ মানুষ ডায়ালিসিসের সুযোগ পেতে গিয়ে বহু কাঠখড় পোড়াতে হয়, সেখানে কুকুরের ডায়ালিসিস করানোর ঘটনায় শুধু নিন্দা কিংবা সতর্ক করে কি দায় এড়াল কাউন্সিল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *