নয়াদিল্লি: কোনও বিধিভঙ্গ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের ওয়ানাদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রার্থী হওয়ায় হিন্দুত্বের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মহারাষ্ট্রের ওয়ার্ধার জনসভায় মোদির বক্তৃতা নির্বাচনী বিধিভঙ্গ করেনি বলে জানাল নির্বাচন কমিশন।
মোদি বলেছিলেন, অবস্থা এখন এমন যে, কংগ্রেসি নেতারা এমন এমন কেন্দ্র থেকে লড়াই করতে ভয় পাচ্ছেন, যেখানে হিন্দুর সংখ্যা বেশি। সংখ্যাগরিষ্ঠদের মুখোমুখি হতেই ভয় পাচ্ছে ওরা। যে কারণে, ভোটে দাঁড়াতে গেলেও এমন জায়গায় যেতে হচ্ছে ওদের, সেখানে সংখ্যাগুরুরাই সংখ্যালঘু, বলেছিলেন নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনের প্রচারে নেমে মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিরোধীরা। এই প্রথম তেমন একটি অভিযোগের প্রতিক্রিয়া জানানো হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মঙ্গলবার মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশনকে। মোদি ও শাহর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁরা ঘৃণা ছড়ানো বক্তৃতা করেছেন এবং সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করছেন।