ভোট পরবর্তী হিংসায় ফের অশান্ত কোচবিহার, পুনর্নির্বাচনের দাবি

কোচবিহার: ভোটের পরেও রাজনৈতিক সংঘর্ষ কোচবিহারে৷ বিজেপি কর্মীদের উপর তির চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷ বৃহস্পতিবার ভোটপর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কোচবিহার৷ বিজেপি কর্মীদের উপর তির চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে তিরবিদ্ধ হয়ে এক বিজেপি কর্মী কোচবিহার মেডিক্যালে কলেজে ভর্তি করা হয়৷ তাঁকে দেখতে হাসপাতালে যান কোচবিহারের বিজেপি প্রার্থী

ভোট পরবর্তী হিংসায় ফের অশান্ত কোচবিহার, পুনর্নির্বাচনের দাবি

কোচবিহার: ভোটের পরেও রাজনৈতিক সংঘর্ষ কোচবিহারে৷ বিজেপি কর্মীদের উপর তির চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷

বৃহস্পতিবার ভোটপর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কোচবিহার৷ বিজেপি কর্মীদের উপর তির চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে তিরবিদ্ধ হয়ে এক বিজেপি কর্মী কোচবিহার মেডিক্যালে কলেজে ভর্তি করা হয়৷ তাঁকে দেখতে হাসপাতালে যান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপির অভিযোগ, তুফানগঞ্জের নাক্কাটিগাছের কামাৎফুলবাড়ির তাঁতিপাড়ার ৯-এর ২০৪ নম্বর বুথ এলাকায় ৫টি বাড়ি ভাঙচুরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ভাঙচুর হয়েছে বিবেকানন্দ বিদ্যালয়ের পিছনে ১টি বাড়িতেও৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জের তৃণমূল নেতৃত্ব৷

অন্যদিকে, পুনর্নির্বাচনের দাবিতে আজ কলকাতার নির্বাচন কমিশনের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি৷ কোচবিহার ও আলিপুরদুয়ারে যেসমস্ত কেন্দ্র ভোট ঘিরে আশান্তি হয়েছে, সেখানে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =