নয়াদিল্লি: যোগী আদিত্যনাথকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ভারতীয় সেনাবাহিনীকে মোদিজি কি সেনা বলে বক্তৃতা করায় ক্ষুব্ধ কমিশন।
সেনাকে রাজনীতিতে টেনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। অন্যদিকে, নমো টিভি আর পাঁচটা চ্যানেলের মতো নয়। তা একটি বিজ্ঞাপনের মাধ্যম। নির্বাচন কমিশনের কাছে এই যুক্তিই দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক। এই চ্যানেল ডিটিএইচের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। এর জন্য সরকারি অনুমতি লাগে না। অনুমোদিত চ্যানেলের তালিকাতেও নমো টিভি নেই। নমো টিভি নিয়ে নির্বাচন কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছিল মন্ত্রককে। ভবিষ্যেত এধরনের মন্তব্য না করার জন্য নির্দেশ দিয়েছে তারা।