নিজের পাড়ায় আক্রান্ত বিকাশ, কাঠগড়ায় তৃণমূল

কলকাতা: শেষ দিনের প্রচারে আক্রান্ত হলেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে, ইএম বাইপাসের ধারে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে। ঘটনাচক্রে এই ওয়ার্ডেরই বাসিন্দা বিকাশবাবু। তাঁর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশ বলেছে, প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর আগেও ওই ওয়ার্ডের অন্যত্র প্রচারে নেমে

নিজের পাড়ায় আক্রান্ত বিকাশ, কাঠগড়ায় তৃণমূল

কলকাতা: শেষ দিনের প্রচারে আক্রান্ত হলেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে, ইএম বাইপাসের ধারে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে। ঘটনাচক্রে এই ওয়ার্ডেরই বাসিন্দা বিকাশবাবু। তাঁর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশ বলেছে, প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর আগেও ওই ওয়ার্ডের অন্যত্র প্রচারে নেমে কিছু তৃণমূল সমর্থকের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।

তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনন্যা চট্টোপাধ্যায় বিকাশবাবুর উপর আক্রমণের অভিযোগ নস্যাৎ করে বলেন, মেয়র থাকাকালীন বিকাশবাবু একদিনও ওই কলোনিতে যাননি। বিধায়ক সুজন চক্রবর্তীরও টিকি দেখেনি এলাকার মানুষ। তাই ক্ষুব্ধ বাসিন্দারা এদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছে মাত্র। কাউকে মারধর বা আক্রমণ করা হয়নি। থানা সূত্রে বলা হয়েছে, পুলিসের সামনে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হলেও তাদের সময়োচিত হস্তক্ষেপে বড় ধরনের হাঙ্গামা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *