কলকাতা: ভোটের আগে অমিত শাহের রোড শোয় অশান্তি ঘিরে চড়ছে রাজনীতির পারদ৷ বিজেপি সভাপতির রোড শো ঘিরে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা৷ আগুন জ্বলে শিক্ষা প্রতিষ্ঠানে৷ আতঙ্ক ছাড়ায় শহরের প্রাচীন বইপাড়ায়৷ রাজনৈতিক সংঘর্ষের উত্তাপে চুরমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি৷ বিদ্যাসাগর কলেজে হামলায় ঘটনায় শান্তিপুর কলেজে টিএমসিপির বিক্ষোভ৷ হাজির অধ্যক্ষও৷ পূর্বস্থলী কলেজে বিক্ষোভ টিএমসিপির, অমিত শাহর কুশপুতুল দাহ৷ মঙ্গলবার রাতের হামলার প্রতিবাদে বিদ্যাসাগর কলেজে টিএমসি’র ধর্না৷
Kolkata: TMC’s student wing protests against the vandalisation of Ishwar Chandra Vidyasagar’s statue during clashes in BJP Chief Amit Shah’s roadshow in the city, yesterday. pic.twitter.com/Xhup7Zf19a
— ANI (@ANI) May 15, 2019
বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের প্রতিবাদে আজ পথে নামছে শাসক থেকে বিরোধী সব পক্ষই। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার মিছিল করবে তৃণমূল। একথা মঙ্গলবারই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শাসকদলের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামছে কংগ্রেস ও বামেরাও।
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের প্রতিবাদে কলেজ স্কোয়ারে প্রতিবাদ মিছিলে শামিল বামেরা। মিছিলে সীতারাম ইয়েচুরি, বিমান বসুরা। এ ঘটনা প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘‘এটা বাংলার কলঙ্ক, নিরপেক্ষ ভাবে তদন্ত করা হোক। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক৷’’
প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ টুইটারে লেখেন, ‘‘আজকের ঘটনায় কার দোষ কম,কার দোষ বেশি সে তর্কে না গিয়ে এটাই বলা যায় যে,এমন ঘটতে থাকলে রাজনৈতিক দলগুলোর উপর সাধারণ মানুষের ন্যূনতম ভরসাটুকু উঠে যাবে। চূড়ান্ত ফ্যাসিবাদী আগ্রাসনের মুখ থেকে চলুন এ রাজ্যকে রক্ষা করার শপথ নিই আমরা।’’
অন্যদিকে, মমতাকে নিশানা করেছেন ফড়নবীশ৷ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘‘মমতাদি হারবেন বলে ভয় পেয়েছেন। উনি গণতন্ত্র হত্যা করছেন। কাউকে প্রচার করতে দিচ্ছেন না। সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি জানাচ্ছি কমিশনের কাছে৷’’