কলকাতা: অমিত শাহের রোড-শোর পর বিদ্যাসাগর কলেজে হামলা চালানোর অভিযোগে কলকাতা পুলিশের হাতে আটক দিল্লির বিজেপির মুখপাত্র৷ ধৃতের নাম তেজন্দর পাল সিং বাগ্গা৷ তাণ্ডবে যুক্ত থাকার অভিযোগে এই বিজেপি নেতাকে আটক করা হয়েছে৷ গভীর রাতে একটি হোটেল থেকে তাঁকে থানায় তুলে নিয়ে যায় নিউমার্কেট থানার পুলিশ৷ বিদ্যাসাগর কলেজে হামলার ফুটেজ দেখে ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর৷
অন্যদিকে, বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় বিজেপি সভাপতি অমিত শাহের নামে। এফআইআর দায়ের হল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায়। কলেজের পড়ুয়ারাই বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, অমিত শাহের নেতৃত্বেই মঙ্গলবার তাণ্ডব চাললানো হয় বিদ্যাসাগর কলেজে, ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। বিজেপি সভাপতিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।