প্রশ্নফাঁস রুখতে এই রাজ্যের এত বড় পদক্ষেপ! কী আইন আনা হচ্ছে?

চর্চার কেন্দ্রবিন্দুতে প্রশ্নফাঁস ইস্যু (Question paper leak) দেশজুড়ে প্রবল ভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশ্নফাঁস ইস্যু। যা নিয়ে সরগরম কেন্দ্রীয় রাজনীতি। ‘নিট’ ও ‘নেট’ কেলেঙ্কারি নিয়ে…

question paper leak

চর্চার কেন্দ্রবিন্দুতে প্রশ্নফাঁস ইস্যু (Question paper leak)

দেশজুড়ে প্রবল ভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশ্নফাঁস ইস্যু। যা নিয়ে সরগরম কেন্দ্রীয় রাজনীতি। ‘নিট’ ও ‘নেট’ কেলেঙ্কারি নিয়ে কেন্দ্র যখন বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছে, ঠিক তখনই প্রশ্নফাঁস রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন ফাঁস রুখতে শীঘ্রই কড়া আইন আনা হবে তাঁর রাজ্যে।

প্রশ্নফাঁসে যাবজ্জীবন কারাদণ্ড (New law)

সেই সূত্রে বিধানসভায় এই সংক্রান্ত বিল এনে নতুন আইন পাশ করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে।‌ জানা গিয়েছে এমন আইন পাশ করা হবে যেখানে প্রশ্নফাঁসের ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে।

শুধু প্রশ্ন ফাঁস নয়, প্রশ্নপত্র বা ভুয়ো সেবামূলক ওয়েবসাইট চালানোর অভিযোগ পেলেও সংশ্লিষ্টকে কঠোর শাস্তি দেওয়া হবে। এছাড়া কোনও ব্যক্তি বা সংস্থার কার্যকলাপে যদি একটি পরীক্ষা প্রভাবিত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্টের কাছ থেকে সেই পরীক্ষার খরচ আদায় করা হবে। প্রয়োজনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে পরীক্ষার খরচ আদায় করা হবে।

বিধানসভার অধিবেশনে নয়া আইন (Uttar Pradesh government)

উত্তরপ্রদেশে আসন্ন বর্ষাকালীন বিধানসভার অধিবেশনে এই আইন পাশ করানো হবে বলে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে যোগী আদিত্যনাথের রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স।

প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল এই পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু মধ্যপ্রদেশের একটি প্রেসে ছাপা হয়েছিল, তাই এই ঘটনায় সেখানকার একাধিক কর্মী ও আধিকারিক নিশ্চিত ভাবে জড়িত রয়েছে।

প্রশ্নফাঁস: গ্রেফতার করে পুলিশ

সেই সূত্রে তদন্ত চালিয়ে মধ্যপ্রদেশের ওই ছাপাখানার এক কর্মী রাজীব নয়ন মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি নাম উঠে আসে। পরে রাজীবের সহযোগী আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এই ছয়জনের পাশাপাশি আরও কয়েকজন প্রশ্ন ফাঁসের ঘটনায় যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। এক মহিলা রয়েছে তাদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া এই ছয় ব্যক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল।

কারচুপি ও প্রশ্নফাঁসের অভিযোগ (question paper leak prevention)

গত ১১ ফেব্রুয়ারি ইউপিপিএসসি-এর পরীক্ষা হয়েছিল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার কিছুদিন পরই কারচুপি ও প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। ঘটনায় নড়েচড়ে বসে যোগী রাজ্যের প্রশাসন। গত ২ মার্চ সেই পরীক্ষা পুরো বাতিল করে দেওয়া হয়।

ঘটনায় জড়িতদের ধরতে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীরা জানতে পারেন প্রয়াগরাজের একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল। এরপর তদন্ত চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

প্রশ্নফাঁসের সমস্যা

জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনার মাথারা রয়েছে অন্য কোথাও। এও জানা যায় পরীক্ষার আট দিন আগে প্রশ্ন ফাঁস হয়েছিল। তাতেই মধ্যপ্রদেশের ওই ছাপাখানা ও রাজীব নয়নের নাম উঠে আসে।এই আবহের মধ্যে সম্ভবত দেশের প্রথম রাজ্য হিসেবে প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

ওয়াকিবহাল মহল

ওয়াকিবহাল মহল মনে করছে, এই প্রশ্নফাঁসের সমস্যা এখন কিন্তু কয়েকটি রাজ্যে সীমাবদ্ধ নেই। বহু রাজ্যেই চক্রীরা প্রশ্নফাঁসের জাল বিছিয়েছে। তাই আগামী দিনে অন্যান্য রাজ্যও এ ব্যাপারে কঠোর আইন আনলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন-

শুধুই কেলেঙ্কারি! নিটের পর ইউজিসি-নেট, এখানেও টাকার খেলা

অত্যন্ত কৌশলী চাল! কোন কারণে রাহুলকে বিরোধী দলনেতা

মীনাক্ষীর নেতৃত্বে ভরসা রাখতে পারছে না সিপিএম? উঠছে নানা মত

অধীর-জল্পনা! তিনি কী এবার রাজ্যসভায়? 

একটি কেন্দ্রে হার মানতে পারছে না বিজেপি, এ কোন সংকেত?

শীঘ্রই নির্বাচন, মিলবে পূর্ণ রাজ্যের মর্যাদা! 

রাজনীতির ময়দানে হঠাৎ ‘ভ্যানিশ’ নওশাদ! 

অধীর হারতেই প্রদেশ নেতৃত্বকে ‘উপেক্ষা’ করে নবান্নে চিদম্বরম!

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে? 

 

Politics: Uttar Pradesh government takes a significant step to prevent question paper leaks, introducing a new law with harsh penalties for those found guilty.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *