কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন উর্মিলা?

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে ফের দলবদলের জল্পনা৷ বাণিজ্যনগরীর দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে, সম্ভবত খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন নয়ের দশকে বলিউডের গ্ল্যাম গার্ল উর্মিলা মাতন্ডকর৷ লড়তে পারেন ভোটেও৷ জল্পনা চলছে, সব ঠিকঠাক চললে উত্তর মুম্বই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন উর্মিলা৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল শেট্টি৷ তবে, এই কেন্দ্রের জন্য উর্মিলা ছাওড়াও

কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন উর্মিলা?

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে ফের দলবদলের জল্পনা৷ বাণিজ্যনগরীর দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে, সম্ভবত খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন নয়ের দশকে বলিউডের গ্ল্যাম গার্ল উর্মিলা মাতন্ডকর৷ লড়তে পারেন ভোটেও৷

জল্পনা চলছে, সব ঠিকঠাক চললে উত্তর মুম্বই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন উর্মিলা৷  এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল শেট্টি৷ তবে, এই কেন্দ্রের জন্য উর্মিলা ছাওড়াও আরও দুই অভিনেত্রীর নাম ঘোরাফেরা করছে৷ মারাঠি অভিনেত্রী আশাবরী যোশী ও শিল্পা শিন্ডের নামও শোনা যাচ্ছে৷ শোনা যাচ্ছে, এবারের দিল্লি দখলের উর্মিলাকে প্রার্থী করে বড়সড় চমক দিতে পারে কংগ্রেস৷ তবে, গোটাটাই জল্পনার স্তরে রয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + ten =